সংক্ষিপ্ত

সপ্তাহখানেক আগেই আক্রান্ত ব্যক্তি তাঁর বাবাকে হারিয়েছেন। কিন্তু শ্রদ্ধের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁর ওপর বারবার চড়াও হয় তৃণমূল কংগ্রেস নেতা।

 

সোনারপুরের পর এবার রাজারহাট। সালিশি সভা বসিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রক্তিম করের বিরুদ্ধে। রাজারহাটের ভাতেন্ডার নির্যাতিত ব্যক্তি রাজারহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তিনি তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রের খবর , সপ্তাহখানেক আগেই আক্রান্ত ব্যক্তি তাঁর বাবাকে হারিয়েছেন। কিন্তু শ্রদ্ধের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁর ওপর বারবার চড়াও হয় তৃণমূল কংগ্রেস নেতা। তাতে আক্রান্ত ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত।

অভিযুক্ত রক্তিম কর রাজারহাট -বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো।

স্থানীয়রা জানিয়েছেন, ঋণের জন্যই অনির্বাণ সরকার নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল আক্রান্তের। অনির্বাণের সাহায্য একজনকে ঋণও পাইয়ে দিয়েছিল আক্রান্ত। কিন্তু কমিশনের ভাগ বাঁটোয়ারা নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিবাদ বাধে। তাতেই রক্তিন নিজের গোডাউনের কাজে দলীয় কার্যালয়ে সালিশি সভা বসায়। সেখানেই ডেকে পাঠিয়ে আক্রান্তব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তিম ও তার চার সহযোগী মারঘর করে। তারা মূলত অনির্বাণের পক্ষ নিয়েই কথা বলে। অভিযুক্ত রক্তিম য

এই ঘটনার পরই আক্রান্ত রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তের বিরুদ্ধে রাজারহাট থানায় এফআইআর দায়ের করে। অভিযুক্ত রক্তিম যদিও মারধরের অভিযোগ উড়িয়ে দেয়। দাবি করে, আক্রান্ত ব্যক্তি সালিশিসভার ভিডিও শ্যুট করেছিল মোবাইলে। তাতে বাধা দিয়েছিলেন। কোনও মারধরের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।