বিকেল থেকে ফের ঝোড়ো বৃষ্টির সতর্কতা এই জেলায়,আজ থেকেই ভেসে যাবে রাস্তাঘাট
বৃষ্টির তাণ্ডব রাজ্যে। বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। দেখে নিন কেমন থাকবে বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়া।

ফের দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা। বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। একদিকে অক্ষরেখা অন্যদিকে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে টানা তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার বিকেলের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় দুর্যোগ ধেয়ে আসছে?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা
আজ দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সব জেলায় ভারী বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এই সমস্ত জেলায় জারি রয়েছে সতর্কতা। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। তবে আগামীকাল সেভাবে ভারী বৃষ্টি হবে না।
এরপর শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে বৃষ্টি কমলেও রেহাই মিলবে না এখনই। আগামী সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত মূলত টানা ৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও ৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সপ্তাহান্তে। আজ বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।
