- Home
- West Bengal
- Kolkata
- স্বাধীনতা দিবসের আগে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা? কী পূর্বাভাস আবহাওয়া বিভাগের?
স্বাধীনতা দিবসের আগে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা? কী পূর্বাভাস আবহাওয়া বিভাগের?
Weather Forecast: এবার পশ্চিমবঙ্গে দীর্ঘায়িত হচ্ছে বর্ষা। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলছে। এবার এগিয়ে এসেছে দুর্গাপুজো। ফলে পুজোর সময়ও সারা বাংলা বৃষ্টিতে ভিজতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

২ মাসেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে নিয়মিত বৃষ্টি চলছে, আশঙ্কা বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ফলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ফের বৃষ্টি শুরু হতে পারে। ফলে ফের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। টানা বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। ফের ভারী বৃষ্টি হলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।
KNOW
১৪ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া বিভাগ
১৪ অগাস্ট পর্যন্ত বৃষ্টি
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার থেকে শুরু হয়ে ১৪ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিভিন্ন জেলায় বৃষ্টিতে নদ-নদীগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফের একই আশঙ্কা তৈরি হয়েছে।
দিল্লি থেকে রাঢ় বঙ্গ হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে মৌসুমী অক্ষরেখা
রাজ্যে ফের নিম্নচাপ
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দিল্লির উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। যা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনউ, পটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে। ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা
বাংলাদেশ পর্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্ত
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে। ফলে বিভিন্ন কাজে যাঁদের বাড়ির বাইরে যেতে হবে, তাঁদের সমস্যায় পড়তে হতে পারে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য অনেক রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে
বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, লাদাখ, বিহার, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরিতেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে দেশের এই অঞ্চলগুলিতেও বহু মানুষ সমস্যায় পড়তে চলেছেন।

