মালদহের হরিশ্চন্দ্রপুরে ফুলহারের জলে প্লাবিত ৮ টি গ্রাম। প্লাবিত ঘর বাড়ি ও কৃষি জমি। জলের মধ্যে বন্দী প্রায় ৫ হাজার পরিবার। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ৮ টি গ্রামের মধ্যে কাউয়াডোল, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিরপাড়া, রশিদপুর, খোপাকাঠি, তাঁতিপাড়া এবং ইসলামপুরে ফুলহারের জল ঢুকে পড়েছে।