টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসি -র জল ছাড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালে। অসহায় অবস্থার মধ্যে এখন দিন কাটছে ঘাটালের মানুষদের। বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান অভিনেতা তথা ঘটালের সাংসদ দেব। সেখানে গিয়ে নৌকায় করে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। মানুষের এই চরম ভোগান্তি দেখে দিনের শেষে বিস্ফোরক মন্তব্য দেবের। রাজনীতি নিয়ে তেমন মন্তব্য না করলেও দেব সাফ জানালেন, 'দিদি প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর হবে না'। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দেব। বন্যার জলে ভাসছে ঘাটালের মানুষদের ঘরবাড়ি। তবে এই ঘরছাড়া মানুষদের পাশে থাকার এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দেব।