যৌনপল্লী থেকে নাবালিকা উদ্ধার অভিযান। কুলটি থেকে উদ্ধার ৩২ জনের মতো যুবতী, যাদের মধ্যে অধিকাংশই নাবালিকা। আসানসোল-দুর্গাপুর পুলিশ এই অভিযান চালায়'। সেখান থেকে উদ্ধার হওয়া নাবালিকাদের হোমে পাঠানো হবে', এমনটাই জানালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। যৌনপল্লী থেকে নাবালিকা উদ্ধার অভিযানে চাঞ্চল্য ছড়ায় কুলটি এলাকায়। প্রসঙ্গত, কুলটির নিয়ামতপুরের লছিপুর যৌন পল্লীতে নাবালিকাদের দিয়ে যৌন ব্যবসা করানো হচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাত সাড়ে নটা নাগাদ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ এই অভিযান চালায়।