মোদীর ব্রিগেডের সভামঞ্চে দিলীপের হাত ধরেই বিজেপিতে যোগ মিঠুনের। ১২ মার্চ থেকে বিজেপির প্রচারে নামছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নের্তৃত্বের সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন তিনি। একসময়ে বামেদের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল তাঁকে। রাজ্য়ে সরকার বদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। তখন তিনি রাজ্যসভার সাংসদও হন। আর এবার একুশের নির্বাচনের প্রাক্কালে এলেন গেরুয়া শিবিরে। এদিকে মিঠুনের বিজেপি যোগে ক্ষুব্ধ তৃণমূল। 'মহাগুরু'কে 'বিশ্বাসঘাতক' তকমা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। একই সুরে কুণাল-ফিরহাদও।
তৃণমূলের কারোর বিরুদ্ধে একটাও অভিযোগ নেই
তবে তৃণমূলে যোগ দেওয়াটা ভুল বলে জানালেন
আশার আলো দেখেই বিজেপিতে যোগ
মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও ওড়ালেন না
প্রার্থী তালিকা ঘোষণার পরে মেদিনীপুর শহরে প্রথম উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর বিধানসভার প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ প্রথমে প্রয়াত মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান তিনি। এদিন থেকেই শুরু করে দেন ভোট প্রচার।