জাঁকিয়ে শীতে সংক্রমণ কমল কলকাতায়। এহেন উলটপূরাণে ভোটের গন্ধ পাচ্ছে রাজ্যের বিরোধি দল। সংক্রমণ কমে যাওয়াটা খুশির খবর হলেও, এত দ্রুত যা ফেলে আসা আট মাসেও কমল না। তা গত ১ মাসের মধ্যে কোভিড বুলেটিনে প্রায় অর্ধেক সংক্রমণ আচমকাই উবে গেল। ভোটের রাজনীতি নয়তো ,এ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯,৮২১ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।