দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এবার এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। নবাব নগরী মুর্শিদাবাদ থেকে শুরু হল ভাগীরথী যাত্রার। ভাগীরথী নদীর দূষণ রোধ করতেই এই উদ্যোগ। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে এই উদ্যোগে সঙ্গ দেয় মুর্শিদাবাদ জেলা পুলিশও। লালবাগ ঘাট থেকে কলকাতা পর্যন্ত এই ভাগীরথী যাত্রার সূচনা করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ। নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে ভাগীরথীর দূষণ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। পাশাপাশি জলে ডুবে যাওয়া ব্যক্তিদের কীভাবে প্রাণ রক্ষা করা যায় এবংদুর্ঘটনা এড়ানো যায় সেই বিষয়েও স্থানীয়দের সচেতন করা হয়। ভাহীরথী যাত্রায় অববাহিকায় বসবাসকারী ৩০ হাজার মানুষকে সচেতন করা যাবে বলে আশা করা হচ্ছে।