নন্দকুমারে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে অর্কেস্ট্রা টিমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠল অর্কস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যে তরুণী অভিযোগে দায়ের করেছেন। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী।

তাঁর অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সে জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। তাঁর জেরে ১০ জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরিণী কাউকে কিছু বলতে পারেননি। পর সে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে। শনিবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক।

নির্যাতিতা জানিয়েছে, আমার পাশে এতদিন কেউ দাঁড়ায়নি। আমাকে ভয় দেখানো হয়েছিল। আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। আমার বাবা-মাকেও প্রাণে মারার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত আমি এখন অভিযোগ জানিয়েছি।

এই ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র শুরু হয়েছে জটিলতা। বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়া নাম করে খারাপ ব্যবহার করত। গোটা বিষয় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। এই বিশয় মন্তব্য করেন সুদীপ দাস। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস বলেন, পুলিশ ঠিকভাবেই তদন্ত করথে। অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে।

এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। ১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। ঘটনাটি ঘটে ১০ জুলাই। কিন্তু তিনি ভয়ে কাউকে জানাননি। পরে পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ তদন্ত শুরু করে। গ্রেফতার করে সেই অর্কেস্ট্রা টিমের মালিককে। শনিবার তাঁকে আদালতে তোলা বয়। এরপর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।