Abhishek-Dilip: তৃণমূল সাংসদের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপির এই দাপুটে নেতা। সেইসঙ্গে, তাঁর বলা আগের বেশ কিছু মন্তব্য নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিতে ছাড়েননি তিনি। রীতিমতো তুলোধনা করেছেন তিনি।

Abhishek-Dilip: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার জোরালো আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মাত্র একদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত দাবি করে বসেন যে, আগামী '২৬-এর বিধানসভা ভোটে এই রাজ্যে BJP ৫০-এর থেকেও কম আসন পাবে (dilip ghosh news)। 

এবার তৃণমূল সাংসদের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপির এই দাপুটে নেতা। সেইসঙ্গে, তাঁর বলা আগের বেশ কিছু মন্তব্য নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিতে ছাড়েননি তিনি। রীতিমতো তুলোধনা করেছেন তিনি। 

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

বিজেপি নেতার কথায়, "উনি তো র আগেও অনেক কিছু বলেছিলেন। উনি একবার ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন, অর্জুন সিংকে ২ লক্ষ ভোটে হারাবো! নাহলে রাজনীতি ছেড়ে দেব। সেটা সেই ২০১৯ সালের কথা। সেিসব লোকজন দেখেছে। এমনকি, ঘাটাল মাস্টার প্ল্যানেও উনি অনেক ডায়লগ দিয়েছিলেন। এই করে দেব, নাহলে রাজনীতি ছেড়ে দেব। রাজনীতি ছাড়েন না, শুধু ভবিষ্যৎবাণী করেন। সাধারণ মানুষের আশীর্বাদে বিজেপি এতদূর এসেছে। তাই ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আমরা এগোচ্ছি।"

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়াতে তৃণমূলের একটি জনসভায় যোগ দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই নিজের এলাকার উন্নয়নের কাজের খতিয়ান স্বরূপ 'নিঃশব্দ বিপ্লব' বলে একটি বই প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

YouTube video player

শুধু তাই নয়, সেই অনুষ্ঠান থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূলের সাধারণ সম্পাদককে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “২০২১ সালে বিজেপির চাকাটা ৭৭-এ আটকে গেছিল। এবার ২০২৬-এর লড়াইয়ে পঞ্চাশের নিচে থাকবে, কথা দিয়ে গেলাম।"

বছর পেরোলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন 

শাসক এবং বিরোধী সবপক্ষই বিধানসভা ভোটের আগে নতুন করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। আর আসন্ন '২৬-এর নির্বাচনে শাসকদলকে জোর ধাক্কা দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপিও। এমনকি, পিছিয়ে নেই বাম-কংগ্রেসও।

বলা চলে, সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করে আগামী নির্বাচনে জোর টক্কর দেওয়ার চেষ্টায় রয়েছে তৃণমূল এবং বিজেপি। সেই আবহ শুরু হওয়ার আগেই এবার মৌখিক সংঘাতে জড়িয়ে পড়ল বিজেপি এবং তৃণমূল। 

তৃণমূল সাংসদের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপির এই দাপুটে নেতা। সেইসঙ্গে, তাঁর বলা আগের বেশ কিছু মন্তব্য নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিতে ছাড়েননি তিনি। রীতিমতো তুলোধনা করেছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।