সংক্ষিপ্ত

বিজেপিকে ভোট দেওয়ার আবেদনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাল্টা নিশানা মমতার। ভিডিও শেয়ার করলেন অমিত মালব্য। সাইফ গাইলেন অধীর চৌধুরী।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অ কংগ্রেস নেতা তথা বহরমপুরের বিজেপি প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য। এবার সেই ভিডিও নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বিজেপির বি টিম হিসেবে তোপ দেগেছেন। পাল্টা নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস নেতা। ভিডিও শেয়ার করেছেন অমিত মালব্য।

অধীরের মন্তব্য ভাইরালঃ

মঙ্গলবার মুর্শিদাবাদের একটি নির্বাচনী সমাবেশের মাত্র আট সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে অধীর বলেছেন, টিএমসিকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল। অধীরের এই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিত মালব্য। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসির অধীনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কতটা খারাপ তা জানেন অধীর চৌধুরী। তিনি তাঁর নিজ রাজ্যের মঙ্গলের কামনা করেছেন। দেখুন সেই ভিডিওঃ

 

 

যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

লকেটের হাতে মাত্র ৪৫ হাজার টাকা নগদ, বিজেপি প্রার্থীর সম্পত্তি বাড়ি-গাড়ির হিসেব দেখুন ছবিতে

মমতার মন্তব্যঃ

অন্যদিকে অধীর চৌধুরীর এই মন্তব্যকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কংগ্রেস বিজেপির বিটিম। পাশাপাশি কংগ্রেসের নীতি আদর্শ কিছু নেই বলেও তিনি দাবি করেন। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে আসন সমঝতা হয়নি তা নিয়ে তিনি অধীর চৌধুরীকে দায়ী করেছেন। তিনি অধীরকে বাংলা বিরোধী বলেও দায়ী করেছেন।

সত্যজিৎ রায়ের জন্মদিনে এ কী বললেন কুণাল ঘোষ? 'কতই রঙ্গ দেখি ...' গান গলায় প্রাক্তন রাজ্য সম্পাদকের গলায়

পাল্টা মন্তব্য অধীরেরঃ অধীরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লোকসভা ভোটের আগে ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ড্যামেজ কন্ট্রোলে অধীর বলেন, তিনি বলেছেন তিনি যা বলেছেন তা সত্য। টিএমসি আর বিজেপির মধ্যে একটি অলিখিত সমঝতা হয়েছে। তাই বিজেপিকে ভোট দেওয়া যায় তৃণমূলকে ভোট দেওয়াই তাই। তাই তাঁর মন্তব্য কংগ্রেস বিরোধী নয়। বিজেপি ও তৃণমূল যমজ ভাই বলেও দাবি করেন তিনি।

প্রবল গরমে জলের জন্য হাহাকার কলকাতায়? জল অপচয় রুখতে কলকাতা পুরসভার পরামর্শ