Civic Volunteer: ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিভিক ভলান্টিয়ার। এবার উঠল মারধরের অভিযোগ। 

Civic Volunteer: পূর্ব বর্ধমানের মুদ্রগড় স্টেশন চত্বরে ঘটেছে এই ঘটনাটি। আবারও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিভিক ভলান্টিয়ার। এবার উঠল মারধরের অভিযোগ।

অভিযোগটি ঠিক কী?

এবার এক যুবকের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিলেন এক যুবক। কিন্তু সেখান থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টায়ারের ( Civic Volunteer) বিরুদ্ধে। গোটা রাজ্য জুড়ে সিভিকদের হাবভাব রীতিমতো বিতর্কিত। 

সিভিক ভলান্টিয়ারের মারে যুবকের আঙ্গুল কেটে গেছে বলেও জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার। স্টেশনে বসে একজন যুবক গেম খেলছিলেন। এরপর তাঁর কাছে গিয়ে সেই সিভিক টিকিট দেখতে চান। কিন্তু সেই যুবক জানায় যে, সে কোথাও যাবে না। স্টেশনে এমনিই বসে আছে। অভিযোগ, তারপরেই তাঁকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর সেই ঘরে নিয়ে গিয়ে, সেই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে বলে গুরুতর অভিযোগ সামনে আসছে। 

এমনকি, সেই মারের জন্য হাতের একটি আঙ্গুল কেটে গেছে বলেও জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। এই ঘটনার জেরে, বহু সাধারণ মানুষ শনিবার স্টেশন এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, অবিলম্বে ঐ সিভিক ভলান্টিয়ারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যার আঙ্গুল কেটে গেছে, তাঁকে ক্ষতিপূরণও দিতে হবে বলে দাবি তোলেন তারা।

ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ 

সঙ্গে সঙ্গেই আরপিএফ এবং নাদানঘাট থানার পুলিশ সেখানে যায়। উত্তেজিত জনতাকে শান্ত করে আলোচনা করেন পুলিশ কর্তারা। এটাই তো প্রথম ঘটনা নয়। এর আগেও শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গা থেকে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। যেমন নাকা চেকিং-এর সময় জোর করা, কিংবা পথচলতি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার অথবা জাতীয় সড়কের উপর টাকা আদায় করা, এইরকম একাধিক অভিযোগ সামনে এসেছে এই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। 

এবার সমুদ্রগড় স্টেশনে বিনা টিকিটে যাত্রীদের বেধড়ক মারধর করে তাঁর হাতের আঙ্গুল কেটে নেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।