Deepavali News 2025: কালীপুজোয় বারাসাতে নামবে দর্শনার্থীদের ঢল। তার জন্য আগাম বিশেষ ব্যবস্থা পুলিশের। জানুন আরও…
Deepavali News 2025: হাতে গোনা আর মাত্র দুই থেকে তিন দিনের অপেক্ষা। তার পরই আলোর উৎসবে ভাসবে গোটা দেশ। সেই সঙ্গে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। সোমবার কালীপুজো। দীপাবলি। আর এই উপলক্ষে এখন থেকেই আলোর রোশনাইতে ভরে উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শহর। বারাসাত-মধ্যমগ্রামের কালীপুজোর খ্যাতি গোটা বাংলাজুড়ে। আর দীপাবলির এই কটা দিন দর্শকদের উৎসবের আনন্দ চুটিয়ে উপভোগ করাতে তটস্থ থাকে পুলিশ-প্রশাসনও। এই উপলক্ষে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।
বারাসাতে কালীপুজো উপলক্ষে প্রশাসনের বিশেষ ব্যাবস্থা:-
সূত্রের খবর, আপনি যদি বারাসাতের কালী পুজোয় ‘নো এন্ট্রি’ রোডেই বসবাস করেন তাহলে অবশ্যই সঙ্গে রাখতে হবে আধার কার্ড। তা না হলে বাড়ি প্রবেশ করতে সমস্যায় পড়তে পারেন। বারাসাতে কালী পুজো উপলক্ষে গত বছরের মতোই ট্রাফিক ব্যাবস্থা থাকছে এবারও। তবে অবস্থা বুঝে কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেব বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিক্ষা ঝারখারিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনান্ত।
বারাসাত পুলিশ প্রশাসন সূত্রে খবর, এই বছর কালী পুজো উপলক্ষে থাকছে ওয়েবসাইট, (kalipujabarasat.in) এই ওয়েবসাইটে ঢুকলেই কোথায় পার্কিং জোন, কোন রাস্তা নো এন্ট্রি, কোন পুজো মন্ডপে কত ভিড় রয়েছে? কোন পুজো কীভাবে সহজেই যেতে পারবেন তার হালহকিত। সেই সঙ্গে সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ থেকে থাকছে যাবতীয় তথ্য। যা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে দর্শনার্থীরা।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত-মধ্যমগ্রাম শহর জুড়ে মোট ১০ ডিসপ্লে বোর্ড থাকছে রাস্তায়। বারাসত রেল স্টেশন থেকে ডাকবাংলো মোড়, কলোনী মোড়, হেলাবটতলা, বারাসাত চাঁপাডালি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা সহ ১০ টি জায়গায় এই ডিসপ্লে থাকছে। এছাড়াও শতাধিক সিসিটিভি দিয়ে মোড়া থাকছে গোটা শহর। কালীপুজোর সময় দুপুর ৪ টে থেকে ভোর ৪টে পর্যন্ত আগের মতই ট্রাফিকে বিধিনিষেধ থাকছে।
প্রয়োজনে ছাড় থাকবে অবস্থা বুঝে। ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত এই নিয়ম বহাল থাকছে। পার্কিং জোনে শুধুমাত্র ২ চাকার গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে। যেসব রাস্তায় নো এন্ট্রি থাকছে এই কয়েকটা দিন,সেই এলাকার মানুষ বাড়ি ফেরার সময় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখাতে হবে। তবে পুলিশ সেই ব্যাক্তিকে ছাড়বে। গোটা শহর জুড়ে দুপুর ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশি নজরদারি থাকবে। পাশাপাশি যেসব পুজো উদ্যোক্তাদের বলার পরও জাতীয় সড়কে গেট তৈরি করেছে, তাদের ওই গেট নিয়ে কোনও সমস্যা হলে তার সম্পূর্ণ দায়িত্ব তাদের নিতে হবে। এবং পুলিশ আইনানুগ ব্যাবস্থা নিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


