- Home
- West Bengal
- West Bengal News
- ২০২৬এ জিততে আরও ৫% হিন্দু ভোট লাগবে, জনসংখ্যা নিয়ে RSS-এর বৈঠকে উদ্বেগ শুভেন্দুর
২০২৬এ জিততে আরও ৫% হিন্দু ভোট লাগবে, জনসংখ্যা নিয়ে RSS-এর বৈঠকে উদ্বেগ শুভেন্দুর
সম্প্রতি একাধিক মঞ্চে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেই বিধায়ক হয়েছেন।

শুভেন্দু অধিকারীর বার্তা
সম্প্রতি একাধিক মঞ্চে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেই বিধায়ক হয়েছেন।
এবার আরও বেশি ভোট লাগবে
শুধু গত বিধানসভা নির্বাচনের হিসেব দিয়েই খান্ত হননি বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন এবার জিততে আরও বেশি ভোট লাগবে। শুভেন্দুর কথায় এবার জিততে তাঁর অতিরিক্ত ৫ শতাংশ ভোট লাগবে। রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের মঞ্চে দাঁড়িয়েও সেই কথা বলেন।
শুভেন্দুর আহ্বান
শুধু উদ্বেগ প্রকাশ নয় শুভেন্দু আরএসএস-এর বাকি নেতাদের মতই হিন্দু জনসংখ্যা বাড়ানোর আহ্বান জানান।
আরএসএস-এর অনুষ্ঠান
উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় ১ এবং ২ মার্চ আরএসএস ‘সমন্বয় বর্গ’ অনুষ্ঠিত হয়েছে। দু’দিনের এই কর্মসূচি আদতে আরএসএস শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে বিজেপি-সহ প্রত্যেকটি সহযোগী সংগঠনের জন্য ‘প্রশিক্ষণ শিবির’।
উপস্থিত
আরএসএস-এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ. সুকান্ত মজুমদার, সুনীল বনসল-সহ রাজ্যের প্রায় ২০জন বিজেপি নেতা।
উদ্দেশ্যে
রাজ্য বিজেপি নেতা ও আরওসএস-এর সহযোগী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন আরএসএসের দুই সহ সরকার্যবাহ রামদত্ত চক্রধর এবং অরুণ কুমার।
শুভেন্দুর উদ্বেগ
আরএসএস সূত্রের খবর শুভেন্দু এই অনুষ্ঠানেই হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে বলেও মন্তব্য করেন।
হিন্দু মুসলিম তুলনা
শুভেন্দু অধিকারী বলেন, মুসলিমদের জনসংখ্যা হ্রাস পেলেও হিন্দুদের তুলনায় অনেকটাই কম। হিন্দু জনসংখ্যা বৃদ্ধি আশাপ্রদ নয় বলেও মন্তব্য করেছেন শুভেন্দু।
হিন্দু জনসংখ্যা হ্রাসের কারণ
সূত্রের খবর শুভেন্দু অধিকারী হিন্দুদের জনসংখ্যা হ্রাসের কারণ হিসেবে বলেছেন, হিন্দু তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে না করা এবং লিভ-ইনের প্রবণতা বৃদ্ধি, অনেক দম্পতির মধ্যে সন্তানের জন্ম দেওয়ার অনিচ্ছা এবং অনেকের একটি মাত্র সন্তান থাকা
সহমত আরএসএস
আরএসএস নেতৃত্ব শুভেন্দুর উদ্বেগের সঙ্গে সহমতও হন। সঙ্ঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিব গোলওয়ালকর জনসংখ্যা বৃদ্ধি নিয়ে যে বার্তা দিয়েছিলেন, তা নতুন করে শোনানো হয় তাঁতিবেড়িয়ার প্রশিক্ষণ শিবিরে।

