সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি। কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে গেরুয়া শিবিরের দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আসরে নামল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্দা। তাঁদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য বিজেপি-র দূরত্ব বেড়ে গিয়েছে। সেটা একেবারেই চাইছে না বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এই কারণে বৃহস্পতিবার দিলীপ ও অশোককে সতর্ক করে দেওয়া হল। দলের বাকিদেরও একই বার্তা দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনও মন্তব্য করা যাবে না। দলের পক্ষ থেকে যাঁদের সরকারিভাবে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু তাঁরাই মন্তব্য করবেন। বাকিরা যাতে এক্তিয়ার-বহির্ভূতভাবে কোনও মন্তব্য না করেন, সেই বার্তা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের কড়া বার্তা

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এরপর তাঁরা সল্টলেকে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান শুরু করেন। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, তাঁদের এই আন্দোলন অরাজনৈতিক। এই আন্দোলনে তাঁরা রাজনৈতিক রং লাগতে দেবেন না। এই কারণেই তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন লালবাজার অভিযানে সংহতির বার্তা দিতে যান, তখন তাঁকে চলে যেতে বলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে গিয়ে 'গো ব্যাক' ধ্বনি শোনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু তারপরেও বিজেপি-র কোনও নেতা জুনিয়র ডাক্তারদের সম্পর্কে কটূ মন্তব্য করেননি। দিলীপ ও অশোকই জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন। এই কারণে তাঁদের সতর্ক করে দিল দল।

জুনিয়র ডাক্তারদের চটাতে নারাজ বিজেপি

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়ান অসংখ্য সাধারণ মানুষ। এই কারণে এই আন্দোলন সম্পর্কে কোনও অপ্রীতিকর মন্তব্য করে জনসমর্থন হারাতে নারাজ বিজেপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাত ঘনাতেই ফের উত্তপ্ত আরজি কর! 'থ্রেট কালচারে' অভিযুক্তদের দেখে বিক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফল, মুখ্যসচিব ১০টি নির্দেশিকার ৩টি কার্যকর হলেই ভাঙবে হাসপাতালের দালাল-চক্র

YouTube video player