- Home
- West Bengal
- West Bengal News
- সুপারিশে কতজনের চাকরি? প্রাথমিকে নিয়োগ নিয়ে সিবিআই-এর হাতে আসা নথির পরই জল্পনা তুঙ্গে
সুপারিশে কতজনের চাকরি? প্রাথমিকে নিয়োগ নিয়ে সিবিআই-এর হাতে আসা নথির পরই জল্পনা তুঙ্গে
সিবিআই মনে করছে প্রভাবশালীদের সুপারিরে প্রায় ৩০ জনের চাকরি হয়েছিল। সুপারিশকরীর তালিকাও রয়েছে সিবিআই-এর হাতে।

থমিকে নিয়োগ দুর্নীতি মামলা
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে রয়েছে গুরুত্বপূর্ণ নথি।
নথি পেয়েছিল
সূত্রের খবর বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়ে নথি পেয়েছিল সিবিআই।
সুপারিশেই চাকরি
সিবিআই-এর অনুমান প্রভাবশালীদের সুপারিশে প্রাথমিকে প্রচুর প্রার্থীর চাকরি হয়েছিল।
চাকরি হওয়ার সংখ্যা
সিবিআই মনে করছে প্রভাবশালীদের সুপারিরে প্রায় ৩০ জনের চাকরি হয়েছিল। সুপারিশকরীর তালিকাও রয়েছে সিবিআই-এর হাতে।
জুন মাসে তল্লাশি
সিবিআই গত বছর জুন মাসে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল। গিয়েছিল বিকাশভবনের গুদামঘরেও।
বস্তায় ছিল নথি
সিবিআই সূত্রের খবর বিকাশভবনে প্রচুর বস্তা ছিল। সেখানেই একাধিক বস্তার মধ্যে কয়েকটি বস্তা আলাদা করে রাখা হয়েছিল। সেই বস্তাগুলিতে তল্লাশি চালিয়েই নথি পেয়েছিল সিবিআই।
৩২৪ জনের নাম
সিবিআই যে নথি পেয়েছে তাতে ৩২৪ জনের নামের তালিকা ও রোল নম্বর পেয়েছিল। সেখানেই ছিল সুপারিশকারীর নাম।
সুপারিশকারীদের নাম
সিবিআই-এর হাতে যে তালিকা রয়েছে তাতে সুপারিশকারী হিসেবে রয়েছে দিব্যেন্দু অধিকরী, ভারতী ঘোষ, মমতাবালা ঠাকুর, সওকত আলির মোল্লার নাম।
অস্বীকার
যদিও সুপারিশের বিষয়টি অস্বীকার করেছেন তাঁরা। কেউই এজাতীয় কোনও কাজ করেননি বলেও জানিয়েছেন।
সুপারিশে কতজনের চাকরি
সিবিআই বলেছে পর্যদ যে তালিকা দিয়েছে সেখানেই রোল নম্বর রয়েছে। তাই বর্তমানে চাকরি প্রার্থীদের সঙ্গে সব মিলিয়ে দেখলেই স্পষ্ট হয়ে যাবে কারা সুপারিশে চাকরি পেয়েছিল।