সংক্ষিপ্ত
আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন রাজ্যের শাসক দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতারা।
ক্ষতিপূরণের টাকার কথা বলে আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মাকে আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, 'আমি টাকা দেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন। উনি তৃণমূলের নামকরা নেতা। যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন, তার চেয়ে বেশি টাকা আমি দেব। আমার মেয়েকে উনি ফিরিয়ে দিন। প্রথম দিন থেকে টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। ডিসি নর্থ নিজে সরকারি কর্মচারী হয়ে টাকা দিতে এসেছেন। আজ উনি (মদন মিত্র) প্রকাশ্যে বলছেন। আজ আমি বলছি, যত টাকা দিয়ে উনি আমাকে কিনতে চান, তার চেয়ে বেশি টাকা আমি ওঁকে দেব। উনি আমার মেয়েকে ফেরত দিন।'
নির্যাতিতার পরিবারকে আক্রমণ মদনের
নির্যাতিতার পরিবারকে আক্রমণ করে মদন বলেছেন, 'মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে? তাহলে সেটা পরিষ্কার বলুন। এমনিতেই ডাক্তারদের আন্দোলনে কয়েকশো কোটি টাকা উঠে গিয়েছে। আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি চান ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন, তাহলে করুন।'
নির্যাতিতার পরিবারকে আক্রমণ শাসক দলের নেতাদের
সম্প্রতি শিয়ালদা আদালত আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এরপর রাজ্য সরকার ও সিবিআই ফাঁসির দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু হাইকোর্টে নির্যাতিতার পরিবার জানিয়েছে, শুধু সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানানো হচ্ছে না। এই মামলায় অভিযুক্ত প্রত্যেকের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারকে আক্রমণ করে চলেছেন শাসক দলের নেতারা। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মদনের মতো নেতারা নির্যাতিতার পরিবারকে আক্রমণ করে চলেছেন। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা রাজ্য সরকার বা শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করতে তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আমি ওঁকে বেশি টাকা দেব', মদন মিত্রকে একহাত নিলেন আরজি করের নির্যাতিতার পরিবার
'মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে?', সঞ্জয়ের ফাঁসি না চাওয়ায় নির্যাতিতার পরিবারকে তুলোধনা মদনের