আনলিমিটেড চা, জল তো ছিল এদিন। পরিক্ষার পরবর্তী দিনগুলোতেও মিলবে এমনই পরিষেবা। পরীক্ষার দিনগুলিতে চাউমিন, বিরিয়ানির এলাহি আয়োজনের কথা জেনে তৃণমূলের ব্যপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।
সন্তান দিচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে অভিভাবকদের জন্য তৃণমূলের পক্ষ থেকে একেবারে এলাহি আয়োজনের ব্যবস্থা। মেনুতে থাকে চাইমিন, ঘুগনি, বিরিয়ানী সহ নানা পদ। প্রত্যেকদিন আলাদা পদের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। এমনকি স্কুলের বাইরে অপেক্ষা করছেন এমন অভিভাবকদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় তার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে।
চুঁচুড়ার সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য এলাহি আয়োজন করেছে কোদালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজ থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অভিভাবকদের জন্য প্রতিদিন থাকছে ভিন্ন ভিন্ন খাবারের ব্যবস্থা। প্রথম দিন অভিভাবকদের জন্য ছিল ঘুগনি। অন্যান্য দিনগুলোতে থাকছে চাউমিন, লুচি এবং শেষ দিনে থাকছে চিকেন বিরিয়ানি। শুধু খাবার নয়, অভিভাবকদের আরামের জন্য বসার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও, চা এবং জলের ব্যবস্থাও থাকছে।
কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো প্রত্য়েক অভিভাবককেই অপেক্ষা করতে হবে। তাই তাঁদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৮০ জন পরীক্ষার্থীর জন্য ১৫০ জন অভিভাবকের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই উদ্যোগের প্রশংসা করে দলীয় কর্মীদের অভিভাবকদের প্রতি খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। অভিভাবকদের এমন উদ্যোগে খুশি হতে দেখা গেছে।তাঁদের বসার জন্যও তৈরি হয়েছে ছাউনি দেওয়া প্রশস্ত জায়গা । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের ক্লান্তি ও তৃষ্ণা দূর করতে চা এবং জলের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম দিনে অপেক্ষারত অভিভাবকদের ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের পাশে থাকার বার্তা দিয়েছেন দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল সূত্রের খবর, দলের কর্মীদের বিধায়ক নির্দেশ দিয়েছেন, অভিভাবকদের সুবিধা অসুবিধার উপর নজর রাখতে।
আনলিমিটেড চা, জল তো ছিল এদিন। পরিক্ষার পরবর্তী দিনগুলোতেও মিলবে এমনই পরিষেবা। পরীক্ষার দিনগুলিতে চাউমিন, বিরিয়ানির এলাহি আয়োজনের কথা জেনে তৃণমূলের ব্যপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। একেক দিন একেক রকম খাবার অভিভাবকদের জন্য আয়োজনের এই ব্যবস্থাপনার দায়িত্ব তুলে নিয়েছে কোদালিয়া অঞ্চল তৃণমূল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


