মঙ্গলবার সকালে মহেশতলার সন্তোষপুর স্টেশন সংলগ্ন দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এবং শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার অগ্নিকাণ্ড মহেশতলার সন্তোষপুর স্টেশন। সাত সকালে স্টেশন চত্বরের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা একাধিক দোকানে। প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের আশপাশের জায়গায় কালো ধোঁয়া দেখা যায়।
তীব্র কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। ধোঁয়া ও আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ব্যাপক সমস্যায় বজবজ শাখার নিত্য যাত্রীরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। তবে আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি।
প্ল্যাটফর্ম লাগোয়া দোকানগুলোতে আগুন ধরার কারণে ব্যহত হয় রেল পরিষেবা। বজবজ-শিয়ালদব লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। আগুনের কারণে বেশ কিছু ট্রেন ধীর গতিতে চলাচল করে।
জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ আগুন লাগে সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। প্রথমে একটি দোকানে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্ল্যাটফর্মের একদিক। আগুনের শিখা উচ্চতা স্টেশনের টিনের শেড ছাড়িয়ে যায়। চারটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রী সুরক্ষার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ওই স্টেশনে চলাচল। আপাতত মাঝেরহাট-বজবজ ট্রেন চলাচল বন্ধ। দমকলের থেকে সবুজ সংকেত না পেলে ট্রেন পরিষেবা শুরু করা যাবে না। আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত চালু রয়েছে পরিষেবা। অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়েছে ওই শাখার একাধিক ট্রেনও।
শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী বলেন, ‘এক নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের পাশে একটি দোকানে আগুন লেগেছে। সেটি বেআইনি ভাবে জায়গা দখল করে তৈরি হয়েছে বলে আমরা আগেই চিহ্নিত করেছি। সকাল ৭টা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমরা দমকলকে খবর দিই। সকাল ৭টা ৪০ মিনিটে দমকল এসে কাজ শুরু করে। আপাতত আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারণ, আগুন ভয়াবহ ছিল। ট্রেন চলাচলে ক্ষতি হতে পারত। আগুন নিয়ন্ত্রণে চলে এলেই আমরা ট্রেন চলাচল শুরু করে দেব।’


