Murshidabad News: একবিংশ শতকে দাঁড়িয়েও বান কিংবা গুন-তন্ত্রের মতো কুসংস্কারে বিশ্বাস করে দাদার উপর হামলা। বাবাকে ‘বান’ মারার সন্দেহে দাদাকে মারধর সৎ ভাইয়ের। 'বান মেরে' বাবার অসুস্থতার কারণ তিনি। এমন সন্দেহে দাদার উপর নেমে এল নির্মম মারধর।
Murshidabad News: একবিংশ শতকে দাঁড়িয়েও বান কিংবা গুন-তন্ত্রের মতো কুসংস্কারে বিশ্বাস করে দাদার উপর হামলা। বাবাকে ‘বান’ মারার সন্দেহে দাদাকে মারধর সৎ ভাইয়ের, চাঞ্চল্য ডোমকলের মধুরকুলে। 'বান মেরে' বাবার অসুস্থতার কারণ তিনি। এমন সন্দেহে দাদার উপর নেমে এল নির্মম মারধর। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ডোমকল থানার মধুরকুল এলাকায়। শনিবার রাতে নিফাজ শেখ নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাই আরব শেখের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নিফাজ ও আরব শেখের বাবার শারীরিক অবস্থা ভালো নয়। তা নিয়েই বাড়ির মধ্যে চলছিল চাপা উত্তেজনা।
অসুস্থতার জন্য চিকিৎসকের পরিবর্তে কবিরাজ ডেকে আনা হয়। সেই কবিরাজের কথাতেই পরিবারের একাংশের সন্দেহ— নিফাজই নাকি 'বান' মেরেছে তাঁর বাবাকে! সেই সন্দেহ থেকে শনিবার সন্ধ্যায় বচসা বাধে দুই ভাইয়ের মধ্যে। অভিযোগ, সেখান থেকেই হাতাহাতি ও পরে ব্যাপক মারধর শুরু করে আরব শেখ। নিফাজের পরিবারের দাবি, কোনও প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসাতে চাইছে তাঁর সৎ মা ও ভাই। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান নিফাজের স্ত্রী ও পিসি। একবিংশ শতকে দাঁড়িয়েও ‘বান’ কিংবা গুন-তন্ত্রের মতো কুসংস্কারে বিশ্বাস করে এমন বর্বরতা রীতিমতো হতবাক করছে এলাকাবাসীকে।
অন্যদিকে, বারবার সচেতন করা সত্ত্বেও মিলছে না সাড়া। ফের পথ দুর্ঘটনার বলি দুই যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, নদীয়ার রানাঘাট থানা এলাকার নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, মৃত দুই যুবকের নাম নক্ষত্র বিশ্বাস এবং প্রসেনজিৎ ঘোষ। মৃত দের পরিবার সূত্রে খবর গতকাল নিজেদের বাইক নিয়েই দুই বন্ধু মিলে গিয়েছিল চড়কের মেলা দেখতে। এরপর আজ সকাল বেলায় পরিবার খবর পায় ওই দুই যুবক রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবার গিয়ে মৃতদেহ গুলি সনাক্ত করে এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে নিছক পথদুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্তটাই খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


