Hooghly: বিখ্যাত সাতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি! খোয়া গেল সোনার মেডেল সহ পদ্মশ্রী পুরস্কার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly: হুগলীতে ভয়াবহ চুরি। জানা গিয়েছে, ফের পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোনার মেডেল থেকে ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার,রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপো,ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে।

হিন্দমোটরের দেবাইপুকুর বুলার বাড়ি। যার নাম "সুন্দর বাড়ি"। কলকাতায় থাকেন বুলা চৌধুরী মাঝে মধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন।হিন্দমোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন। তারা জানা আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। পুলিশে অভিযোগ করা হয়েছিল।পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল। কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল।তারপর ফাঁকাই থাকে বাড়ি। গতকাল রাতে পিছনের দরজা ভেঙে ঢোকে চোর।

অন্যদিকে, দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থানার অন্তর্গত বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের আমলামেথি থেকে রমেশ গায়ের নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে গোসোবা থানা পুলিশ ।ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে গোসাবা থানা পুলিশ । পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ রমেশ গায়েন নামে এক দুষ্কৃতিকে আমলামেথি থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ধৃতের বাড়ি থেকে একটি বড় দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।ধৃতকে আজ অর্থাৎ শুক্রবার দিন দুপুরে আলিপুর আদালতে পাঠানো হয়েছে।

পাশাপাশি ধৃত এই বন্দুক কোথা থেকে পেল কি উদ্দেশ্যে নিজের কাছে দেখেছিল তা জানার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হবে আলিপুর আদালতে।যদিও ধৃত রমেশ গায়েন সে এলাকায় নিজে তৃণমূল করে বলে জানিয়েছে এবং সে নিজে বিধায়ককে তার কাছে থাকা বন্দুকের কথা জানিয়েছিল বলে জানিয়েছে ধৃত রমেশ গায়েন।

যদিও এ বিষয়ে গোসোবার সুব্রত মন্ডল কে ফোন করা হলে তিনি বলেন ও এলাকায় আর এস পি করে। তৃণমূল করেনা।মিথ্যা কথা বলছে। এ বিষয়ে গোসবা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার অনিমেষ মণ্ডল জানান একসময় আর এস পি করতো। বিগত দিনে এরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমন চালিয়েছে। তবে এখন কোন দাদার সমর্থন নিয়ে তৃণনুল কংগ্রেস কে ধ্বংস করা যাবে না। যদিও RSP র রাজ্য যুব সম্পাদক আদিত্য জোরদার জানিয়েছেন অভিযুক্ত তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। এখন তৃণমূল নিজেদের পাপ ঢাকতে অন্যের নাম করছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।