Minor Girl Wedding: দেশজুড়ে নাবালিকাদের বিয়ে আটকানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশ-প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও নানা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তাতেও নাবালিকা বিবাহ চলছে।

DID YOU
KNOW
?
রাজ্যে বাল্যবিবাহ
রাজ্যের বিভিন্ন প্রান্তে বাল্যবিবাহ রোখার জন্য অনেক চেষ্টা করা হলেও, সব জায়গায় এই উদ্যোগ সফল হচ্ছে না।

Child Marriage: মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই তাঁর মদতে হতে চলেছিল এক নাবালিকা মেয়ের বিয়ে। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে সেই বিয়ের মন্ডপ থেকে গ্রেফতার করলো মুল অভিযুক্ত পুরোহিত ও ২১ বছরের হবু বরকে। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ির অম্বিকানগরে পুরোহিত অমৃত গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বসেছিল ১৬ বছরের নাবালিকার বিয়ের আসর। হবু বর পীযূষ রায়ের বয়স মাত্র ২১ বছর। তার সঙ্গেই নাবালিকার বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিয়ের আসরে হাজির হয়েছিল নাবালিকা ও তার হবু বরের পরিবারের লোকজন। একপ্রকার তাদের সহমতেই চলছিল এই বিয়ের প্রস্তুতি। যেহেতু মেয়েটি নাবালিকা, সেই কারণে প্রতিবেশী ও প্রশাসনের অজান্তে একপ্রকার গোপনভাবেই বিয়ে সম্পন্ন করার চেষ্টা করছিলেন পুরোহিত। তবে শেষপর্যন্ত এই বিয়ে রুখে দেওয়া সম্ভব হল।

কীভাবে আটকানো গেল নাবালিকার বিয়ে?

এই নাবালিকার বিয়ের আসরে বিনা আমন্ত্রণে হাজির হয় এনজেপি থানার পুলিশ বাহিনী। বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয় বর ও পুরোহিতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরোহিত মোটা টাকার লোভে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন। এবার তাঁর কীর্তি প্রকাশ্যে এল। ধৃতদের চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ধারায় শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

রাজ্যে বন্ধ হচ্ছে না নাবালিকা বিবাহ

গত বছর ভারতে বাল্যবিবাহ নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করে ল্যানসেট পত্রিকা। সেখানে বলা হয়, সার্বিকভাবে ভারতে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের চিত্র সম্পূর্ণ আলাদা। এই রাজ্যে নাবালিকা বিবাহ কমানো সম্ভব হচ্ছে না। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, আরও তিনটি রাজ্যে একই অবস্থা। নাবালিকা বিবাহের হার বিহারে ১৬.৭ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৫.২ শতাংশ, উত্তর প্রদেশে ১২.৫ শতাংশ এবং মহারাষ্ট্র ৮.২ শতাংশ। ল্যানেসেটের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহ কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তবে এই চেষ্টা সবসময় সফল হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।