Cyclone Montha: ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আছড়ে পড়ার পর কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও এই ঘূর্ণিঝড়ের প্রভাব রয়ে গিয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি চলছে।
KNOW
Jalpaiguri Rains: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোন্থার (Cyclone Montha) প্রভাব উত্তরবঙ্গে সেভাবে না পড়লেও, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা ভারী বৃষ্টির জলে ডুবে গিয়েছে জলপাইগুড়ি জেলার ৯৯ শতাংশ ধান চাষির স্বপ্ন। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলে অসময়ে অবিরাম বৃষ্টির কারণে জমিতে থাকা সোনালি ফসল জলের তলায় চলে গিয়েছে। ফলে এখন মাথায় হাত কৃষকদের। মূলত তিনটি ফসল এই মুহূর্তে জলের তলায় রয়েছে। একদিক দিয়ে ধান কেটে ঘরে তোলার সময় এই বিপর্যয়। তাই ৯৯% কৃষক এখনও ধান কেটে ঘরে তুলতে পারেননি। ধান কেটে নেওয়ার আগেই জলের তলায় চলে গেল বিস্তীর্ণ অঞ্চলের ধানক্ষেত। এর পাশাপাশি বিনস , সিম ক্ষেতগুলিও জলের তলায়। সবমিলিয়ে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ কৃষি অঞ্চল জুড়ে আজ শুধু কৃষকের হাহাকার আর হতাশার ছবি উঠে আসছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশা-ভসা রাজ্যে সরকারের সহায়তা। যদিও এই মুহূর্তে জেলায় কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাপ করা শুরু হয়েছে বলে রাজ্যে সরকারের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।
টানা বৃষ্টিতে ফের বাড়ছে নদীর জল
অন্যদিকে, রাতভর বৃষ্টির কারণে জল বেড়েছে ডুয়ার্সের নেওড়া, মূর্তি, কুর্তি নদীর। নদীর জল বাড়ায় আতঙ্কিত হয়ে উঠেছেন নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। প্রশাসনিক তৎপরতায় শুক্রবার রাতেই নদী সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইঙ্গু চা বাগানের নেওরা নদী সংলগ্ন নেওড়া লাইন অঞ্চলের বাসিন্দাদের শুক্রবার রাতে প্রশাসনের তরফে জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দির উদ্যোগে গাড়িতে করে তাঁদের বাড়ি থেকে সরিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও ইঙ্গু চা বাগানের ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। অন্যদিকে, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কুর্তি নদী সংলগ্ন বেদে বস্তি ও মাকরাপাড়া এলাকার বাসিন্দাদের রাতে বিধাননগর উচ্চ বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়। এদিন রাতে বিধাননগর উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শিবির পরিদর্শন করেন মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ, মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মেটেলি থানার আই সি মিংমা লেপচা,বিধান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম সহ অন্যান্যরা।
জলপাইগুড়ির পিছু ছাড়ছে না প্রাকৃতিক দুর্যোগ
কিছুদিন আগেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে ডুয়ার্স অঞ্চল। এখনও বিভিন্ন অঞ্চলে সেই ক্ষয়ক্ষতির প্রভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে ফের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে চলেছেন বহু মানুষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


