- Home
- West Bengal
- West Bengal News
- ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, আগামী সপ্তাহে বিরাট বদল বাংলার আবহাওয়ায়, জেনে নিন বিস্তারিত
ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, আগামী সপ্তাহে বিরাট বদল বাংলার আবহাওয়ায়, জেনে নিন বিস্তারিত
দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে হবে বৃষ্টি।

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এর জেরে বিরাট বদল হবে আবহাওয়ার। এমনই ইঙ্গিত দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, শনিবার এটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
এই নিম্নচাপ অঞ্চলটি মালাক্কা প্রণালীর মধ্যরর্তী অংশের ওপর দিয়ে উচ্চবায়ু সম্পন্ন ঘূর্ণাবর্ত সঞ্চালনের ফলে উদ্ভুত হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।
সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে না। তা তৈরি হতে ৭২ ঘন্টা লাগবে। সর্বাধিক দেরি হলেও ১৪৪ থেকে ১৬৮ ঘন্টার মধ্যে নিম্নচাপটি তৈরি হবে। মিলেছে এমনই খবর।
এদিকে বাংলায় রোজ ভোরের দিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে নামছে পারদ। তবে, বেলা বাড়লেই হচ্ছে গরম। তারই মধ্যে এল নিম্নচাপের চোখরাঙানি। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন বৃষ্টি হতে পারে বাংলাতেও।
তেমনই বৃষ্টির পূর্বাভাস আছে ওড়িশায়। সেখানে বৃষ্টির পূর্বাভাস চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের। তেমনই তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

