Malda News: গভীর রাতে বাড়ির দরজা খুলে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনার সঙ্গে কারা জড়িত? সেই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Malda News: মালদহে ফের খুন। এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না।
ঠিক কী ঘটনা ঘটেছে?
ইতিমধ্যেই কোনওক্রমে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাতেই ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।
অন্যদিকে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি এলাকার উত্তর শালবাড়িতে ফের লোকালয়ে ঢুকে পড়ে আতঙ্ক সৃষ্টি করল তিনটি হাতি। ঘটনাটি ঘটেছে দিবালোকে। বনকর্মীদের তৎপরতায় একটি হাতি জঙ্গলে ফিরে গেলেও বাকি দুটি হাতি এখনো উত্তর শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।
এদিন ভোরে হাতির হানায় একটি বাইক ও একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তর শালবাড়ি এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতি ও একটি হাতি শাবককে সিম ক্ষেতে ঘোরাফেরা করতে দেখা যায়। হাতিগুলিকে দেখতে চারদিকে প্রচুর মানুষের ভিড় জমে যায়, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
বর্তমানে ঘটনাস্থলে মরাঘাট ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা, ওয়ার্ল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা এবং বানারহাট থানার পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বনদপ্তর ও পুলিশকে সহায়তা করতে স্বেচ্ছাসেবী সংগঠন NWA-এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তবে কিছু মানুষ হাতিগুলিকে উত্ত্যক্ত করায় মাঝেমধ্যে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসতে দেখা যাচ্ছে হাতিদের, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি অযথা ভিড় না করার এবং হাতিদের উত্যক্ত না করার আবেদন জানানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


