বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তা দেন। 

করোনাকালে ২০২১ সালের আগেই তৃণমূল কংগ্রেসের রণকৌশলের দায়িত্ব নিয়েছিল আই-প্যাক (I-PAC) সংস্থা। কিন্তু বর্তমানে দলের একাধিক নেতা ও কর্মী আইপ্যাক বা I-PACকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। দলের নেতা I-PACকে গুরুত্ব দিতে নারাজ। এই অবস্থাতেই নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন! এদের কো অপারেশন করতে হবে। তার কারণ আপনাদের বুঝতে হবে কাজটা সবাইকে মিলে একসঙ্গে করতে হবে।'

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তা দেন। তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন। সেখানেই উঠে আসে দলের I-PAC প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পিকের I-PAC এটা নয়। ও (পিকে বা প্রশান্ত কিশোর) একটা রাজনৈতিক দল করেছে। এটা একটি নতুন টিম। সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্ট বলা বন্ধু করুণ!'

সম্প্রতি I-PACএর প্রধান প্রতীক জৈন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে নবান্নে দেখা করেছিলেন। মুখ্যমন্ত্রীর দলীয় কর্মীদের সভায় তারই প্রভাব পড়েছে বলেও দলের একাংশ মনে করছেন। তৃণমূ কংগ্রেসের এক নেতার কথায় বিজেপি পশ্চিমবঙ্গে একাধিক এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। তাই পেশাদারি সংস্থার মোকিবিলা করতে হলে তৃণমূলকেও I-PAC-এর ওপর ভরসা রাখতে হবে। তাই নেত্রী I-PACএর ওপর ভরসা রাখতেই বলেছেন দলের নেতা আর কর্মীরা।

নেতাজি ইন্ডোরে দলীয় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একহাত নেন। তিনি বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 'দুর্গাপুজোয় কয়দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় কয়দিন ছুটি দেয়?'তিনি আরও বলেন, বিজেপিকে বাংলা যোগ্য জবাব দেবে। তিনি বলেন, 'মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭-২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু আর মাত্র ২ বছর।' তিনি আরও বলেন, 'ভোট এলেই ওরা ঠিক করে কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে। লজ্জা করে না! আরজি কর মামলার সমাধান করতে পারেনি। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।