Nadia Crime News: পঞ্চমীর রাতে প্রতিবেশী যুবকের হাতে চরম পরিণতি প্রৌঢ়ের। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Nadia Crime News: পঞ্চমীর রাতে নদীয়ার শান্তিপুর থানার চাঁদরা এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। ম-তের নাম খোকন দেবনাথ (৫০)। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে তাকে। ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে প্রতিবেশী প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেবের। ঘটনার পর থেকেই অভিযুক্ত বেপাত্তা।
কী অভিযোগ মৃতের পরিবারের?
পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় নোংরা ফেলতে বেরিয়েছিলেন খোকন দেবনাথ। অনেকক্ষণ না ফিরলে স্ত্রী খোঁজ করতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে পড়ে রয়েছে। এরপর স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে, এরপর সকলে মিলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, প্রদীপ দেবনাথ আগে থেকেই দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছিল। প্রতিবেশী হিসেবে খোকন দেবনাথ তাকে বকাঝকা করতেন, সেই রাগ থেকেই খুনের ঘটনা বলে ধারণা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁদরা এলাকায়। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
অন্যদিকে, অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। জানা গিয়েছে, শনিবার বড় বিপদের হাত থেকে রক্ষা বরাতজোরে রক্ষা পান ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম।
অভিযোগ, আরাবুলকে 'খুন' করতে শাপুর্জি মার্কেটে কালো স্করপিও গাড়ি চেপে দুষ্কৃতীদের ধাওয়া করে। ঘটনায় রীতিমত আতঙ্কিত আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। তিনি টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলামের বলেন, ‘’খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনও সময় আমার মেরে দিতে পারে। আমার কোনও নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল কিন্তু বর্তমানে নেই।''
বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


