সংক্ষিপ্ত

স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রধান ভিত্তি হল বিশ্বাস। সন্তানকে আঁকড়ে ধরে থাকেন স্বামী-স্ত্রী। কিন্তু হাওড়ার ধূলাগড়িতে সেই সম্পর্কের ভিত্তিই নষ্ট হয়ে গেল।

স্ত্রীর কথা শুনে কিডনি বিক্রি করলেন এক যুবক। শরীরের ক্ষতি করলেও, তিনি ভেবেছিলেন, কিডনি বিক্রি করে যা টাকা পেয়েছেন, তাতে পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গিয়েছে। কিন্তু হতবাক হয়ে এই যুবক আবিষ্কার করলেন, কিডনি বিক্রি করে পাওয়া সব টাকা নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী। বিশ্বাসভঙ্গের এই ঘটনা মানতে না পেরে বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাওড়ার সাঁকরাইলের ধূলাগড়ি হাটতলা অঞ্চলের বাসিন্দা পিন্টু বেজ। তিনি কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। ৩৯ বছরের এই যুবকের দায়ের করা মামলা অবশ্য খারিজ হয়ে গিয়েছে। তাঁর স্ত্রী পুলিশকে জানিয়ে দিয়েছেন, স্বেচ্ছায় শ্বশুরকবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গিয়েছেন। তিনি এখন প্রেমিকের সঙ্গেই থাকছেন। স্বামীর কাছে ফিরবেন না। বিপুল অর্থ ও স্ত্রীকে হারিয়ে এখন দিশেহারা পিন্টু।

কেন কিডনি বিক্রি?

পিন্টু জানিয়েছেন, তাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এই কারণে মেয়ের পড়াশোনা ও বিয়ের জন্য এখন থেকেই টাকা জোগাড় করে রাখতে চাইছিলেন স্ত্রী। তিনিই পরামর্শ দিয়েছিলেন, কিডনি বিক্রি করে টাকা জোগাড় করে রাখুন পিন্টু। স্ত্রীর কথা শুনে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজের ক্ষতি করে হলেও কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেন এই যুবক। কিডনির গ্রহিতাও জোগাড় হয়ে যায়। এরপর কিডনি দান করেন পিন্টু। তাঁর হাতে ১০ লক্ষ টাকা আসে। সেই টাকা নিয়েই পালিয়ে যান স্ত্রী। টাকা-সহ স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পিন্টু। কিন্তু সেখানেও তাঁর কোনও লাভ হল না।

কী বক্তব্য পুলিশের?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, পিন্টুর স্ত্রী সুপর্ণা বেজ জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন। তাঁকে অপহরণ করা হয়নি বা জোর করে, ভয় দেখিয়ে কোনও কাজ করতে বাধ্য করা হয়নি। এই কারণে হেবিয়াস কর্পাস মামলা খারিজ হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে সন্তান জন্ম দিলেও দায়িত্ব নিতে হবে স্বামীকেই জানাল সুপ্রিম কোর্ট

স্ত্রী ও শাশুড়ির চাপে আত্মহত্যা! সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল ব্যক্তির হৃদয়বিদারক ভিডিও

নিজের স্ত্রী-কে কখনও এই কথা ভুলেও বলবেন না! ওই দিনই শেষ হয়ে যাব সম্পর্ক