ইস্কন সুত্রে খবর, এবছরের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের নানাপ্রান্ত থেকে আসা ভক্তদের জন্য সেইমতো এখন থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  

মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব- ২০২৫। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আলোক মালায় সুসজ্জিত হয়ে উঠেছে ইস্কন মন্দির চত্বর। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার সমাপ্তি হবে আগামী ১৬ই মার্চ ২০২৫। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি হল অন্যতম বিশ্ব বৈষ্ণব সন্মেলন,নবদ্বীপ মন্ডল পরিক্রমা (৭২ কিমি),বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার,বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ,সেমিনার,ও বিনামূল্যে প্রসাদ বিতরণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই বিশেষ দিনগুলোতে প্রবেশাধিকার অবাধ।

ইস্কন সুত্রে খবর, এবছরের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের নানাপ্রান্ত থেকে আসা ভক্তদের জন্য সেইমতো এখন থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ১৪ ই মার্চ ২০২৫ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। সোমবার সকালে ইস্কন মায়াপুরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সহ ফ্ল্যাগ হোস্টিং-এর মাধ্যমে দোল উৎসব ২০২৫- এর আনুষ্ঠানিক সূচনা হলো। যেখানে উপস্থিত ছিলেন ইস্কনের বিভিন্ন আধিকারিক সহ অসংখ্য দেশি ও বিদেশি ভক্তরা।

ইস্কনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আর্বিভাব মহোৎসব উপলক্ষ্যে ১০ই ফেব্রুয়ারী থেকে ১৬ ই মার্চ পর্যন্ত চলবে নানাবিধ অনুষ্ঠান। প্রায় ১০০ দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই অনুষ্ঠানে যোগ দেবে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে লক্ষ লক্ষ ভক্ত। ১৪ ই মার্চ ২০২৫ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ইস্কন। বিশ্ব শান্তি ও হরে কৃষ্ণ আন্দোলনকে বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিতে সকল ভক্তকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ইস্কনের এই উদ্যোগের প্রশংসা করেছেন বহু বিদেশি ভক্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।