West Bengal News: রাজ্যের নানা প্রান্তে আইন-শৃঙ্খলা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে। নদিয়া জেলাতেও আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন রয়েছে। এই জেলায় খুনোখুনি নতুন কিছু নয়। চাপড়ার ঘটনা ফের আইন-শৃঙ্খলার বেআব্রু দশা প্রকট করে দিল।

DID YOU
KNOW
?
নদিয়া জেলায় ফের গুলি
গত কয়েক বছরে নদিয়া জেলায় বেশ কয়েকজন খুন হয়েছেন। বোমা-গুলিতে অনেকে জখমও হয়েছেন। এবার চাপড়ায় গুলিতে জখম এক ব্যবসায়ী।

Nadia District News: নদিয়া জেলার চাপড়ার হাঁটরায় ব্যবসায়িক বিবাদের জেরে চলল গুলি (Firing)। এই ঘটনায় আহত হয়েছেন তেহট্টের কানাইনগরের বাসিন্দা নূর ইয়াসিন মণ্ডল। হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেব শেখ তাঁকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি তাঁর হাত ছুঁয়ে বেড়িয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির এক বন্ধু সেলিম মণ্ডল তক্ষক (Tokay Gecko) কেনাবেচার অবৈধ কারবার করতেন। হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেবের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল। বুধবার বিকেলে সেলিমের সঙ্গে ওই ব্যক্তি ঔরঙ্গজেবের কাছে পাওনা টাকা চাইতে এসেছিলেন। সেই সময় তাঁরা বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ বিবাদের সময় ঔরঙ্গজেব ওই ব্যক্তিকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায়। গুলি ওই ব্যক্তির বাঁ হাত ছুঁয়ে বেড়িয়ে যায়। কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচান ওই ব্যক্তি। 

হাসপাতালে জখম ব্যক্তি

গুলি চলার পর স্থানীয় বাসিন্দারা জখম নূরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

আটক বাংলাদেশী পাচারকারী

অন্যদিকে, নদিয়া জেলারই কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বানপুর সীমান্ত অঞ্চলে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ (BSF) জওয়ানরা এক বাংলাদেশী (Bangladeshi) পাচারকারীকে আটক করেছেন। পরে তাকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের ডেল্টা কোম্পানির জওয়ানরা সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সেই সময় মিঠুন মিয়া (১৮) নামে এক তরুণ কাঁধে ব্যাগে নিয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাকে আটক করে বিএসএফ। তল্লাশি করে ৪২২ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। বিএসএফ-এর অনুমান, এই অবৈধ কাশির সিরাপ নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল ধৃত। বিএসএফ জওয়ানরা তাকে হাতেনাতে আটক করেন। ধৃত মিঠুনের বাড়ি বাংলাদেশের জীবাননগর থানার নতুনপাড়ায় বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।