Nadia News: আন্দামান ভ্রমণে গিয়ে প্রতারণার শিকার নদীয়ার চিকিৎসক পরিবারয ঠিক কী ঘটেছে তাঁদের সঙ্গে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia News: ট্রাভেল এজেন্সির প্রতারণার ফাঁদে রানাঘাটের সরকারি হাসপাতালের চিকিৎসক। বেলঘরিয়ার এক ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হলেন রানাঘাট হাসপাতালের চিকিৎসক নরোত্তম হালদার। ইতিমধ্যেই ওই এজেন্সির বিরুদ্ধে কলকাতা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সূত্রের খবর, চিকিৎসক নরোত্তম হালদারের মা ক্যান্সারের থার্ড স্টেজে ভুগছেন। মায়ের মানসিক পরিবর্তনের জন্য তিনি সপরিবারে আন্দামান ভ্রমণের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী বেলঘরিয়ার একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রায় ২ লক্ষ ৪৭ হাজার ৮৬২ টাকা প্রদান করেন ভ্রমণ প্যাকেজের জন্য।

ঠিক কী ঘটেছিল? 

কিন্তু যাত্রা শুরু হতেই একের পর এক সমস্যায় পড়েন চিকিৎসক ও তাঁর পরিবার। প্রথমে বিমানের টিকিট পরিবর্তন করে অন্য সংস্থার বিমানের টিকিট পাঠায় ওই এজেন্সি। আন্দামান পৌঁছনোর পর দেখা যায়, হোটেল বুকিং থেকে শুরু করে প্যাকেজের প্রতিশ্রুত সুবিধাগুলি— কিছুই বাস্তবে মিলছে না। বারবার যোগাযোগ করলেও প্রথমে ফোন ধরেনি এজেন্সি, পরে আবার অতিরিক্ত টাকার দাবি জানানো হয় বলে অভিযোগ।

অবশেষে নিজেদের খরচে ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে কোনও সদুত্তর মেলেনি। অভিযোগ, প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হলেও, বাস্তবে মাত্র ৭৯ হাজার ২৬৪ টাকা খরচ করেছে সংস্থাটি। সবচেয়ে গুরুতর অভিযোগ, ফেরার পথে ওই এজেন্সি যে বিমানের টিকিট দেয় তা সম্পূর্ণ ভুয়ো বা জাল টিকিট। ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক নরোত্তম হালদার বলেন, “আমাদের সঙ্গে যেভাবে প্রতারণা হয়েছে, তেমন ফাঁদে আর যেন কেউ না পড়ে। প্রশাসন যেন দ্রুত কঠোর ব্যবস্থা নেয়।” তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের নাগপুর থানার পুলিশ এগরা থানার পাঁচরোল থেকে এক যুবককে গ্রেফতার করেছে। কলকাতায় থাকতো এই যুবক। IT ও ল ফার্মে কাজ করতো। ১ বছর আগে বাড়ি চলে আসে। নাগপুর থানায় এই যুবকের নামে আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ জমা পড়ে। গত কাল গভীর রাত্রে অভিযুক্তে বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেফতার করে। 

ওই যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেআপ্ত করে। আজ মহারাষ্ট্র নাগপুর পুলিশ ওই যুবকে কাঁথি আদালতে তোলা হলো, এই ঘটনার পেছনে আরো কোন চক্র লুকিয়ে রয়েছে কিনা সেটাও পুলিশের নজরে রয়েছে, আরো অন্য কোন থানায় এই অভিযুক্তের নামে অভিযোগ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।