খাতায়-কলমে করোনা আতঙ্কে মন্দির বন্ধ। সেবাইত ছাড়া ভিতরে ঢোকার অনুমতি নেই কারও। কিন্তু সেই নিষেধাজ্ঞা আর মানছে কে! কৌশিকী অমাবস্যায় এবারও পূর্ণ্যার্থীদের দেখা মিলল তারাপীঠে। গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন খোদ বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।