এই দুর্যোগে রাজ্য সরকারের তৎপরতাকে যে মমতা ভোটতাস হিসেবে ব্যবহার করবেন, বা করা শুরু করে দিয়েছেন সূক্ষ্মভাবে তা বলাই বাহুল্য।
এবারের লোকসভা নির্বাচন একের পরে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে। আর সেই নাটুকে মুহূর্তগুলো জায়গা করে নিয়েছে ফেসবুক মিম-এ। প্রধানমন্ত্রী থেকে এলাকার দলীয় নেতা কেউই বাদ পড়েননি মিম দুনিয়ায়।