Weather News: গরমের হাত থেকে বাঁচতে এসিতেই ভরসা! কিন্তু সবার সাধ্য কোথায় এসি কেনার? তাহলে গরমের হাত থেকে বাঁচতে কী করছেন  সাধারণ মানুষ? জানুন বিশদে…

বালুরঘাট: যুগের সঙ্গে তাম মিলিয়ে যত আধুনিক হচ্ছি আমরা ততই বাড়ছে যন্ত্রসভ্যতার বাড়বাড়ন্ত। দেখা নেই সবুজের। যেন সবুজ নিধন করে বড় বড় বিল্ডিং, ইমারত তৈরি করতে পারলেই সর্বসুখ। আর সবুজের অভাবে যে গরম বাড়ছে তা বলাই বাহুল্য। আর এই অসহ্যকর গরমের হাত থেকে মুক্তি পেতে ভরসা এটিএম বুথ! এতটা পড়ে নিশ্চয় অবাক হচ্ছেন? যে গরমের হাত থেকে এটিএম বুথ কীভাবে শান্তি দেবে!

আজ্ঞে হ্যাঁ। অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচতে এটিএম বুথের ভিতরে গিয়ে ভিড় করছেন সাধারণ মানুষজন। কারণ, যেভাবে গরম বাড়ছে তাতে দুদণ্ড শান্তি দিতে পারে এই এসি। কিন্তু সবার কী আর এই এয়ার কন্ডিশনার কেনার সামর্থ্য আছে? তাহলে এখন উপায় কী? এটিএম বুথ। গরম বাড়তেই জেলার এটিএম বুথগুলিতে ভালোই ভিড় লক্ষ করা যাচ্ছে। অনেকে বাইরে থেকে অনেক লোক দেখে বলছেন, 'আরে এত লাইন!' যদিও ভিতরে ঢুকতেই তাজ্জব বনে যাচ্ছেন তাঁরা। এই ভিড় টাকা তোলার বা ফেলার নয়। এ ভিড় স্বস্তির। কারণ, গরমের হাত থেকে মুক্তি পেতে জনতা জনার্দন ভিড় করছেন এটিএম বুথগুলিতে। কারণ, এটিএমের ভিতরে রয়েছে এসি। ফলে এসির ঠাণ্ডা বাতাস গায়ে লাগাতেই তারা যে এটিএমে ভিড় করছেন সে কথা জানাতে ভোলেননি অনেকেই।

জানা গিয়েছে, কাজের সূত্রে বাইরে বেরোতেই হয় সবাইকে। কিন্তু যা গরম তাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাঁসফাঁস অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, গঙ্গারামপুর-সহ বিভিন্ন এলাকার এটিএম বুথে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা! অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন এটিএমে।

শুধু তাই নয়, এমনও দেখা গিয়েছে, দুপুরে বাড়ি থেকে বালিশ-চাদর নিয়ে এসে এক ঘুমে বিকেল পার করে দিচ্ছেন আবার অনেকেই। তবে চোখের সামনে এটিএম থাকলেও টাকা হাতাচ্ছে না কেউ। এতে ব্যাঙ্কের দৈনন্দিন কাজে অসুবিধা হচ্ছে না? কিছুটা হচ্ছে বটে। কিন্তু ব্যাঙ্ক কর্মীরাও বুঝছেন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। তবে ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। এদিকে বাড়ছে বিদ্যুতের খরচও।

এরকমই বালুরঘাটের একটি এটিএম বুথে এসে বিশ্রাম নিচ্ছিলেন শহরেরই বাসিন্দা আদিকান্ত সরকার, প্রলয় সরকার, চায়না দেবনাথরা। সকলেই একসুরে বলেন, ‘’বাজার করতে এসে অস্বস্তি হচ্ছিল। ভীষণ গরম। তাই কিছুক্ষণ এটিএম বুথে ঢুকে শীতল হাওয়ায় বসে থাকলাম। গরম একটু কমলেই চলে যাব।'' 

যদিও গরমের কারণে এটিএম বুথে ভিড়! এমন ভিড় আগে দেখেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে অমানবিক হতে চান না বালুরঘাট এবং গঙ্গারামপুরের একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজারেরা। তাঁরা জানিয়েছেন, মানুষজনের এমন অসুবিধা দেখে কিছু বলার ইচ্ছা হয় না। বিদ্যুৎ খরচ বাড়ছে ঠিকই। তবে কাউকে বের করে দেওয়া সম্ভব নয়। অন্য়দিকে, পুলিশের তরফেও এই বিষয়ে তেমন কোনও কড়াকড়ি নেই। বালুরঘাটের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন, ‘’ব্যাঙ্কের যদি কোনও আপত্তি না থাকে, আমাদেরও কিছু বলার নেই।'' যারফলে গরম থেকে বাঁচতে বালুরঘাটবাসী এখন মজে এটিএম বুথে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।