Malda News: 

Malda News: এক আদিবাসী বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়েছিলেন ডায়রিয়াতে। প্রায় দুই কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারেনি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, কাদামাটির রাস্তা এতটাই খারাপ যে টোটোর মতোন যানবাহন চলাচল করে না। অবশেষে দুই ছেলের ওপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য খাটিয়ায় শুয়ে চিকিৎসা করাতে গেলেন ওই মহিলা।

সূত্রের খবর, রীতিমতো খাটিয়াকে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে দোলনার মতোন তৈরি করে মধ্যবয়স্ক ওই মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার এমন একটা ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। 

প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকায় রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে। তার ঠিক উল্টো দিকেই আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকার বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রানী সোরেন (৭০)। তাঁর স্বামী মনোরঞ্জন হাঁসদা , দীর্ঘদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিবারে ওই বৃদ্ধার দুই ছেলে ভিন রাজ্যে কাজ করেন। গত মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মালদহ মেডিকেলে ভর্তি করা হয় ওই মহিলাকে। তিন দিন চিকিৎসার পর এদিন ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এর পরই ওই বৃদ্ধার দুই ছেলে খাটিয়ায় শুয়ে বেহাল রাস্তার উপর দিয়ে নিজের বাড়িতে মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই শোরগোল পড়ে গিয়েছে।

মালদহের তৃণমূল পরিচালিত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিত্রী মুর্মু বলেন, ‘’সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করার সম্ভব নয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'' যদিও এই বিষয়ে মালদহ জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।