Malda Crime News: পুলিশি অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা থেকে বাজেয়াপ্ত প্রচুর পরিমাণে জাল নোট। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Malda Crime News: মালদহে এসটিএফ-এর বড় সাফল্য, উদ্ধার একুশ লক্ষ টাকার জাল নোট। জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর রাতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট উদ্ধার করল। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ।
অভিযানে ধৃতদের নাম হাজরাত বেলাল ওরফে মাসুদ (২৪) ও তরিকুল ইসলাম (২৫)। দু’জনের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর ও কালিয়াচক থানা এলাকায়। তারা ফারাক্কা-গামী ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাঘুরি করছিল। তাদের কাছে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ ভর্তি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মোট ২০ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া সবকটি নোটই ৫০০ টাকার, মোট সংখ্যা ৪১৭৪টি। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে, এই জাল নোট বাংলাদেশ থেকে আনা হয়েছে। ঘটনায় বৈষ্ণবনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পাওনা টাকা তুলতে এবার সুপারি কিডন্যাপার ভাড়া করল শ্রমিক ঠিকাদার। এমনই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল মালদহ জুড়ে। এই ঘটনা প্রত্যন্ত গ্রামে নয়। ইংরেজ বাজার থানার ঢিল ছুঁড়া দূরত্বে। প্রসঙ্গত বছরের শুরুতে এই সুপারি কিলার দিয়ে খুন হন জেলার দাপুটে তৃণমূল নেতা। আতঙ্কে পরিবার পুলিশ প্রশাসনে দ্বারস্থ হলেও ব্যবস্থা না হওয়ায় অবশেষে পরিবার দারস্থ হয় মালদা জেলা আদালতে।
জানা গিয়েছে, অপহৃত ওই দিনমজুর শ্রমিকের নাম নাসিরুল। বাড়ি ইংরেজবাজার থানার সাতঘরিয়ায়। বর্তমানে তিনি মালদহ শহরের গয়েশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। পরিবারের অভিযোগ, আচমকা সোমবার রাতে দুষ্কৃতীরা দলবল নিয়ে তাদের বাড়িতে ঢুকে। সেই সময় দিনমজুরের স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানি করে। স্বামী নাসিরুলকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শ্রমিকের স্ত্রী জানান, সন্ধ্যা পর্যন্ত অপহরণকারীরা সময় দিয়েছেন। টাকা ফেরত না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে। এমন অবস্থায় থানায় দ্বারস্থ হওয়ার পরও কোনও রকম আশ্বাস না পেয়ে অবশেষে মালদহ জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


