- Home
- West Bengal
- West Bengal News
- বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা, রইল আবহাওয়ার আপেডট
বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা, রইল আবহাওয়ার আপেডট
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিস কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও আবার রোজ ঝলমন করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ফের দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাল দিল হাওয়া অফিস। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হওয়া একটি চক্রাকায় বায়ুপ্রবাহের কারণে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। জেনে নিন আজ কোন কোন জেলায় হবে বৃষ্টি। রইল বিস্তারিত। জেনে নিন কখন বদল হবে আবহাওয়া।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবেই এমন বলা যায় না। ৬০ থেকে ৭০ শতাংশ সম্ভাবনা। এমনই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
মোটের ওপর আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ভাইফোঁটা। সেই দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।
আজ দক্ষিণ ২৪ পরগনার উপকূল অঞ্চলে কিছু এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা। দোসর হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।

