- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কনকনে ঠান্ডার সঙ্গে শীতল হাওয়ার দাপট, শুক্রবারও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
Weather News: কনকনে ঠান্ডার সঙ্গে শীতল হাওয়ার দাপট, শুক্রবারও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
- FB
- TW
- Linkdin
জেলায় জেলায় হাড় কাঁপানো ঠান্ডা, তারই মধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।
সকাল থেকে প্রত্যেকটি জেলায় ঘন কালো কুয়াশার স্তর, তারই সঙ্গে সারাদিন জুড়ে মেঘলা আকাশ। শুক্রবারও এই আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে, যদিও, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ মেঘলা থাকার দরুন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরের প্রত্যেকটি জেলাতেই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, একই সঙ্গে গাঢ় কুয়াশা দেখা যাবে প্রায় সারাদিন ধরেই।
উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।