- Home
- West Bengal
- West Bengal News
- উইকেন্ডে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দেখে কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল আপডেট
উইকেন্ডে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দেখে কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল আপডেট
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উষ্ণ আবহাওয়ার আগমনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ মার্চ থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে এবং আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি এবং জেলাতে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

সকালের দিকে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লেই গরমের দাবদাহ- প্রতি নিয়ত চলছে প্রকৃতির খেলা।
কবে থেকে এই রাজ্যে গরম বাড়বে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সদ্য মিলল তারই আপডেট।
জানা গিয়েছে, ১০ মার্চ থেকে তাপমাত্রা হবে উর্ধ্বমুখী। মার্চের দ্বিতীয় সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার আগমনের বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী দুদিন তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হবে। আপাতত আকাশ থাকবে পরিষ্কার।
চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যা হালকা আবহাওয়া থাকবে।
দিনের বেলায় বাড়বে উষ্ণতা। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা।
আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ বা ৩৫ এবং জেলাতে সর্বোচ্চ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে।
শুক্র ও শনিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হবে বৃষ্টি।
বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। আজ কলকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

