Ritwick Chakraborty: সোশ্যাল মিডিয়াতে কার্যত, বোমা ফাটাচ্ছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এবার মুখ খুললেন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে।
Ritwick Chakraborty: অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন (Digha Jagannath Temple) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন অভিনেতা ঋত্বিক। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের ট্যাক্সের টাকা যদি মূর্তি, মন্দির এবং মসজিদ তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে তাঁর তাতে প্রবল আপত্তি রয়েছে (digha jagannath temple)।
ঠিক কী লিখেছেন ঋত্বিক?
তাঁর কথায়, “আমার ট্যাক্সের টাকায় সর্দারের মূর্তি, বল্লভের মূর্তি, ভাইয়ের মূর্তি প্যাটেলের মূর্তি, বদগুরুর মূর্তি, চুরি করে চাকরি পাওয়া মূর্তিমানদের মাইনা, মসজিদ, চার্চ, মন্দির, ভগবান কালচারাল সেন্টার, এসবে আপনার আপত্তি নেই কিন্তু আমার আছে। এই আরকি... ট্যাক্স কিন্তু আমি আপনি এমনকি আইটি সেলের বোকা নিরুপায় চাকরি না-পাওয়া ভাইটি ও দেয়”
একেবারে তীব্র আক্রমণ সরকারকে। তাঁর পরিষ্কার বক্তব্য, জনগণের ট্যাক্সের টাকায় কোনও মন্দির-মসজিদ বানানো চলবে না। এই পোস্টে আবার তিনি মনে করিয়ে দেন যে, ট্যাক্স শুধু মধ্যবিত্তরাই নয়, সমাজের প্রান্তিক মানুষরাও দিয়ে থাকেন। তাই সেই বিপুল পরিমাণ টাকার যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক।
নেটিজেনদের একাংশের মতে, এটি শুধু একটি পোস্ট নয়, যেন আগুনের গোলা। এই পোস্টের মাধ্যমে দেশের রাজনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থার মধ্যে যে আঁতাত রয়েছে, সেই অভিযোগ তুলেছেন তিনি। তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, “মূর্তিমান!” আসলে এই শব্দটিকে ব্যঙ্গাত্মকভাবে ঋত্বিক ব্যবহার করে বলেছেন, যারা চুরি করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের এইভাবে জনগণের কষ্টার্জিত অর্থ খরচ করা অনুচিত (ritwick chakraborty news)।

সেইসঙ্গে, অভিনেতা (actor) এও বোঝাতে চেয়েছেন যে, ট্যাক্স প্রদানকারীদের মধ্যে শুধু নামী প্রতিষ্ঠানের করদাতারা ছাড়াও সেই তালিকায় রয়েছেন আইটি সেলের কর্মীরাও। তবে তবে ঋত্বিকের এই বক্তব্যের প্রতি দ্বিমতও পোষণ করেছেন অনেকে। একাংশ মনে করেছেন, অনেক ধর্মীয় স্থান বা ঐতিহাসিক মূর্তি পর্যটন শিল্পের জন্য বড় কেন্দ্র হয়ে উঠেছে। যার মাধ্যমে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করতে পারেন।
সেইদিক দিয়ে দেখতে গেলে অর্থ খরচ পুরোপুরি অনর্থক নয়! ফলে, মতভেদ থাকছেই বিষয়টি নিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

