এক সভায় সুকান্তবাবু বলেন, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির দফতরের নেমপ্লেট খুলে নিয়েছে তৃণমূল। আমরা দেখতে চাই এর পালটা দৃশ্য । তিনি বলেন, ২৬-এর লড়াইয়ের এখন সময় এসে গিয়েছে। তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন।

তৃণমূলকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে বললেন, ভাইরাস যে ওষুধে মরে সেই ওষুধ দিন, আপনার সাথে আছে বিজেপি। পঞ্চায়েত সমিতিতে ভাঙচুরের ঘটনায় মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন সুকান্ত মজুমদার।

স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়ে, গত ১২ জানুয়ারি তৃণমূল ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির দফতরে । অভিযোগ ওঠে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সভাপতি ও সহ সভাপতির ঘরে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার টেবিলভাঙচুর করার পাশাপাশি সভাপতি ও সহ সভাপতির নেমপ্লেট ভেঙে দেওয়াল থেকে খুলে ফেলা হয়। এমনকী জাতীয় পতাকা মাটিতে ফেলে তার ওপর দিয়ে মাড়িয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শান্তিপুরে মিছিল করেন । এরপর পঞ্চায়েত সমিতির দফতরে পৌঁছে ফের ঘরে সামনে নেমপ্লেট লাগিয়ে দেন তিনি।

এরপর এক সভায় সুকান্তবাবু বলেন, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির দফতরের নেমপ্লেট খুলে নিয়েছে তৃণমূল। আমরা দেখতে চাই এর পালটা দৃশ্য । তিনি বলেন, ২৬-এর লড়াইয়ের এখন সময় এসে গিয়েছে । তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন। তৃণমূলের কী চিকিৎসা হবে সব বলে দেওয়া আছে। যে ওষুধে যে রোগী ভালো হবে সেই ওষুধ তাকে দিতে হবে। তৃণমূল হল একটা ভাইরাস বলে উল্লেখ করে বলেন, একে যে ওষুধ দিলে ভালো হয় আপনি দিন। আপনার সাথে আছে বিজেপি।

শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সভাপতি ঘর ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস সেই ভিডিও প্রকাশ্যে সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদীয়ার ফুলিয়ায় জনরঞ্জন কেন্দ্র এসে কর্মীসভা করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন ভাঙচুর করা ঘর নিজে পরিদর্শন করে সহকারি সভাপতির নেমপ্লেট লাগিয়েও দিলেন । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D