Sukanta Majumdar News: গত ১১ এপ্রিলের পর থেকে অশান্ত মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হতেই দফায়-দফায় উত্তেজনা ছড়ায় বাংলার বেশকিছু জায়গায়। অশান্তির জেরে জাফরবাদে বাবা-ছেলেকে খুনের অভিযোগ উঠেছে। বিশদে জানতে পড়ুন…        

Sukanta Majumdar News: গত ১১ এপ্রিলের পর থেকে অশান্ত মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হতেই দফায়-দফায় উত্তেজনা ছড়ায় বাংলার বেশকিছু জায়গায়। অশান্তির জেরে জাফরবাদে বাবা-ছেলেকে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার জাফরবাদে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সোমবার জাফরবাদে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। ঘুরে দেখেন ঘটনাস্থল। কথা বলেন আক্রান্ত পরিবারের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,''মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে। দেবদেবীর মূর্তি নষ্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না এরা কোন ধর্মের? দেবদেবীর মূর্তি ভাঙলে কোনও লাভ হয় কী ওদের ধর্মে? পূণ্য হয় কী-না সেটাও আমার জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করে বলে আমার মনে হয় না।''

সুকান্ত মজুমদার আরও বলেন, ''আক্রান্ত প্রত্যেকেরই দাবি এলাকায় স্থায়ী BSH ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব এই ঘটনার সংবেদনশীলতার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ-কে এখানে ক্যাম্প করার অনুমতি দিন। কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানান। প্রয়োজনে কেন্দ্রের সঙ্গে আমরা কথা বলে নেব।''

এদিকে মুর্শিদাবাদের ঘরছাড়াদের পুলিশ নাকি চাপ দিয়ে বাড়ি ফেরাচ্ছে? সম্প্রতি এই অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যা নিয়ে সরব হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ''পুলিশ চাপ দিয়ে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পুলিশ এই কাজ করছে। ঘরছাড়াদের জোর করে ঘরে ফেরাচ্ছে। এরপর যদি একটাও হিন্দু মারা যায় তার জন্য দায়ি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''

প্রসঙ্গত, মুর্শিদাবাদের অশান্তিতে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগেই এই খুনে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সব মিলিয়ে এখনও থমথমে মুর্শিদাবাদের পরিস্থিতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।