Summer Vacation: এবার জানুয়ারির শেষদিক থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শীত উধাও হয়ে যায়। মার্চে দিনের বেলা চড়া রোদ থাকছে। ফলে এখন থেকেই স্কুলে গরমের ছুটি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

Summer Vacation: পয়লা বৈশাখ আসতে এখনও এক মাসেরও বেশি সময় বাকি। কিন্তু দিনের বেলা এখনই রোদের তাপে বাড়ি থেকে বেরোতে সমস্যা হচ্ছে। সব বয়সের মানুষই চড়া রোদে বেরোতে গিয়ে মুশকিলে পড়ছেন। স্কুলের পড়ুয়াদেরও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে এখন থেকেই আলোচনা চলছে। গত বছর প্রচণ্ড গরমে স্কুলের ছুটির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবারও তা করা হতে পারে বলে আলোচনা চলছে। সাধারণত এক মাস স্কুলে গরমের ছুটি দেওয়া হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বাদে ১১ দিন গরমের ছুটি দেওয়া হবে। কিন্তু গরমে পড়ুয়াদের সমস্যা হলে ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতবার স্কুলে গরমের ছুটি বৃদ্ধির নির্দেশ দিয়েছিলেন। এবারও তিনি গরমের ছুটি (Summer Vacation) বাড়াতে পারেন।

কবে স্কুলে গরমের ছুটি পড়ছে?

মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, এবার স্কুলে গরমের ছুটি পড়ছে ১২ মে। ২৩ মে পর্যন্ত গরমের ছুটি চলবে। গতবার শুরুতে স্কুলে গরমের ছুটি ছিল ১০ দিনের। পরে তা বাড়ানো হয়। এবার শুরুতেই গতবারের চেয়ে একদিন বেশি ছুটি দেওয়া হল। পরবর্তীকালে ছুটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার গরমের ছুটি-সহ মোট ৬৫ দিন স্কুলে ছুটি থাকবে। গতবার উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবারও সেই বিতর্ক দানা বাঁধতে পারে। কারণ, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে তাপমাত্রা কম থাকে।

এবার তাপপ্রবাহ দীর্ঘ হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এবার সারা দেশেই দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ চলতে পারে। এই পরিস্থিতিতে অনেক স্কুল লকডাউনের সময়ের মতো অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে পারে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে সকালে ক্লাসের ব্যবস্থাও করা হতে পারে। সব সম্ভাবনাই খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।