- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে পারদ, রইল আবহাওয়ার আপডেট
বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে পারদ, রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে শীত আসতে দেরি হতে পারে এবং দার্জিলিং-এ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া নিয়ে সামনে এল বিরাট আপডেট। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন করে নিম্নচাপ। যা শনিবার নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর ফলে আগামী ৪৮ ঘন্টায় শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে শীতের মুখে বেড়ে যেতে পারে তাপমাত্রা।
সূত্রের খবর, আগমী চার থেকে পাঁচ দিন বিশেষ হেরফের হবে না তাপমাত্রার। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ ৩.১ কিমি উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এর জেড়ে শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা আছে। ফলে বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বাড়তে চলেছে গরম।
এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং-এ হতে পারে বৃষ্টি। আগামী তিন দিন সেখানে আছে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া দক্ষিণবঙ্গ ও উত্তরঙ্গের বিভিন্ন জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। গত সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। তবে, এ সপ্তাহে তা শীত বড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি। সব মিলিয়ে আস সে অর্থের গরম অনুভূত হাওয়ার সম্ভাবনা কম। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি।

