সংক্ষিপ্ত

ঘরে ফিরেছেন তিনি। জামিন পেয়ে মঙ্গলবারই নিজের এলাকায় ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রায় ১৮ মাস পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার, মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

ঘরে ফিরেছেন তিনি। জামিন পেয়ে মঙ্গলবারই নিজের এলাকায় ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রায় ১৮ মাস পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার, মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

অনুগামীদের সঙ্গে দেখাসাক্ষাৎ ছাড়া, দলের অন্য কোনও বড় নেতার সঙ্গে মুখোমুখি কথাবার্তা বলেননি বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। তবে বুধবার, বিকেলের দিকে তিনি আবার বোলপুর দলীয় কার্যালয়ে যেতে পারেন বলে খবর। আর সেই আপডেট আসতেই কার্যত, সাজো সাজো রব উঠে গেছে কার্যালয় জুড়ে।

অনুব্রত মণ্ডলের একের পর এক ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে দলের কার্যালয়। সেইসঙ্গে, তাৎপর্যপূর্ণভাবে সরিয়ে দেওয়া হল জেলা কোর কমিটির সদস্যদের ছবি। যে কমিটি তৈরি করেছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও পড়ুনঃ

ডায়মন্ডহারবারের মানুষের জন্য দুর্গাপুজোর উপহার অভিষেকের, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন কর্মীরাই

গত ২০১৮ সালে, বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রত নিজেই। প্রায় প্রতিদিন নিয়ম করে এখানে বসতেন তৎকালীন জেলা সভাপতি। আর বুধবার সকালে দেখা গেল তৃণমূল নেতার ছবি দিয়ে সাজানো হচ্ছে সেই কার্যালয়। কোনও কোনও ছবিতে কেষ্টর পাশে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে উল্লেখযোগ্যভাবে জেলা তৃণমূলের অন্য কোনও নেতার জায়গা হয়নি সেখানে। এমনকি, মেঝে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হচ্ছে ফিনাইল। রাজমিস্ত্রিরাও একেবারে কুরনি হাতে ব্যস্ত। দরজার গ্রিল, কার্যালয়ের গেটও রং করা হচ্ছে।

আরও পড়ুনঃ

মেয়ের জন্য ৫০ সম্পত্তি, 'সাইকেলের' নামে আবার ৪৭, পার্থর মতো নগদ নেই অনুব্রতর! বলেছিল সিবিআই

বলা যেতে পারে, পুরো কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানোর কাজ চলছে। জানা গেছে, শুধু অফিসের ভিতরেই অনুব্রতের মোট ৯টি ছবি লাগানো হয়েছে। জানা গেছে, মঙ্গলবার অল্প খাওয়াদাওয়া করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে চলে যান অনুব্রত। এমনিতেই, ঘুম থেকে বেলা করে ওঠা তাঁর অভ্যাস। তাই বিকেলে কার্যালয়ে বসে কি পুরনো মেজাজে দেখা যাবে তৃণমূল নেতাকে? শুরু হয়ে গেছে জল্পনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।