Train Cancel News:অতি সম্প্রতি লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়িয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যার জেরে জেনারেল কামরায় বাড়ছে অত্যাধিক ভিড়। যে কারণে লেডিজ কম্পার্টমেন্টের সংখ্যা বাড়িয়েছে রেল, সেই তুলনায় যাত্রী হচ্ছে না মহিলা কামরায়।         

Train Cancel News: দিনের ব্যস্ত সময়ে ফের যাত্রী ভোগান্তি। শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধে জেরে আটকে পড়েছে একাধিক লোকাল ট্রেন। অফিস টাইমে দুর্ভোগ চরমে।

হঠাৎ কেন ট্রেন অবরোধ? (Train Cancel News)

জানা গিয়েছে, অতি সম্প্রতি লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়িয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যার জেরে জেনারেল কামরায় বাড়ছে অত্যাধিক ভিড়। যে কারণে লেডিজ কম্পার্টমেন্টের সংখ্যা বাড়িয়েছে রেল, সেই তুলনায় যাত্রী হচ্ছে না মহিলা কামরায়। ফলে দিনের ব্যস্ত সময় ছাড়া বেশিরভাগ সময়ই পুরো লেডিজ কম্পার্টমেন্ট ফাঁকাই থাকছে। অন্যদিকে জেনারেল কামরাগুলিতে বাড়ছে যাত্রীদের চাপ। অফিস টাইমে এই অত্যাধিক ভিড়ে গরমে একেবারে নাজেহাল অবস্থা শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের।

জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে একঘন্টা অন্তর অন্তর ট্রেন। তার উপর মহিলা কামরা সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত যাত্রী চাপ এসে পড়ছে জেনারেল কামরাগুলিকে। আর এর প্রতিবাদে বুধবার সকাল সকাল ট্রেন অবরোধে নামলেন এই রুটের যাত্রীরা।

কী দাবি জানিয়েছেন যাত্রীরা (Train Cancel News):-

সূত্রের খবর, জেনারেল কামরাকে মহিলা কামরা করা হয়েছে। এছাড়াও দীর্ঘ সময় অন্তর ট্রেন চলাচলের প্রতিবাদ করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন অবরোধ করে বুধবার সকাল থেকেই বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। দক্ষিণ বারাসাত, জয়নগর ও বহুরু স্টেশানে চলছে বিক্ষোভ। নিত্যযাত্রীদের দাবি, জেনারেল কামরাকে মহিলা কামরা করা যাবে না। পাশাপাশি এই শাখায় আরও বাড়াতে হবে ট্রেনের সংখ্যা। ঘটনার জেরে এদিন সকাল থেকেই এই লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।

প্রসঙ্গত, ১২ বগির ট্রেনে আগে যেখানে ২টি মহিলা কামরা থাকত। বর্তমানে তা বাড়িয়ে ৪টি করা হয়েছে। তার সঙ্গেই রয়েছে ২টি ভেন্ডার কামরা। ফলে মোট ৬টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে। নিত্যযাত্রীদের প্রশ্ন, মাত্র ৬টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কী ভাবে যাতায়াত করবেন? কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে যাচ্ছে। এই সমস্যা দূর করার দাবিতে এদিন সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনের যাত্রীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।