Crime News: ফের সীমান্তে গ্রেফতার অবৈধ অনুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal News: ফের সীমান্তে গ্রেফতার দুই বাংলাদেশি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ভারত বাংলাদেশের সুন্দরবন লাগোয়া জল সীমান্ত পার হয়ে সুন্দরবনের জঙ্গল দিয়ে এই দুই বাংলাদেশি নাগরিক মোঃ সুরমান হোসেন গাজী ও আজিজুল ইসলাম, এদের বাড়ি সাতক্ষীরা জেলায় কৈখালী গ্রামে,এই দুজন ভারতে ঢোকার চেষ্টা করছিল সেই সময় কালিন্দী নদীতে টহলদারি বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদেরকে আটক করে হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় ।
হেমনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে জঙ্গলের মধ্যে দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিল, তাহলে কি এদের অন্য কোন উদ্দেশ্য ছিল? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ।
জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথ। সে রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলে জাল সার্টিফিকেট তৈরির কারখানা।
তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ। সতর্ক না হলে সাধারণ মানুষও সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলেই মনে করছেন তদন্তকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


