Gold theft case:দোকানের ভিড় থাকার সুযোগে শাশুড়ি কল্যাণী গড়ায় বেশ কিছু সোনার নাকের জুতোর নিচে এবং মুখের ভিতর ভরে রেখে দেয় বলে অভিযোগ। যখন সোনাগুলি দেখতে চাওয়া হয় তখন তিনি বলেন সবটাই তো দিয়ে দিয়েছেন তাদের। তারপরেই দোকানদারের সন্দেহ হয়।
Siuri News: শাশুড়ি বৌমার কীর্তি জানতেই অবাক হয়ে তাঁদের দেখলেন দোকানের ক্রেতারা। সোনা কিনতে এসে সোনা (gold) চুরির অভিযোগে ধরা পড়ল দুই মহিলা। সিসিটিভি (cctv) ফুটেজ দেখে ঘটনা বিষয় ফাঁস করলেন দোকানের মালিক। জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাঁদের কাছে সোনার অলঙ্কার (Gold ornaments) মেলে বলে অভিযোগ। ধরা পড়তেই চুরির কথা অস্বীকার করার পাশাপাশি দোষ ঢাকতে নানা অজুহাত খাড়া করলেন তারা। শেষে সিসিটিভির ফুটেজ থেকে বেরিয়ে এল আসল ঘটনা। দুই অভিযুক্তকে পুলিশ আটক করেছে। পুলিশি সহায়তায় তাদের কাছ থেকে গহনাগুলো উদ্ধার করা গিয়েছে বলে খবর মিলেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের (Birbhum) সিউড়িতে।
ঘটনাটি ঘটেছে সিউড়ির চৌরাস্তা মোড় এলাকার তিন বাজার এলাকায়। ঝাড়খণ্ডের দুমকা জেলার রামেশ্বর থানা এলাকার বাসিন্দা উপাশি গড়াই ও কল্যাণী গড়াই দুজন মিলে সোনার নাকছাবি কিনতে আসে সিউড়ির একটি গহনার দোকানে। অভিযোগ, দোকানের ভিড় থাকার সুযোগে শাশুড়ি কল্যাণী গড়ায় বেশ কিছু সোনার নাকের জুতোর নিচে এবং মুখের ভিতর ভরে রেখে দেয়। দোকান মালিক যখন সোনার নাকের গুলি দেখতে চায় তখন তিনি বলেন সবটাই তো দিয়ে দিয়েছেন তাদের। তারপরেই দোকানদারের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই ব্যাগ সহ মুখের ভেতর থেকে বেরিয়ে আসে সোনার অলঙ্কার। বেশ কিছু সোনা মেলে জুতোর নীচ থেকে। সিসিচিভি ফুটেজ দেখানো হয় পুলিশকে।
পুলিশের সামনেই সেই গহনাগুলি উদ্ধার হয়। এই ঘটনায় আটক করা হয়েছে বৌমা ও শাশুড়িকে। সিসিটিভি ফুটেজ দেখেই সনাক্ত করা গেছে তাদের চুরি করার কৌশল।সোনার দোকানদার জানিয়েছেন, তিনি তাদের ক্রেতা ভেবেই সোনার নাকছাবি বের করে দিয়েছিলেন। দেওয়ার সময় ওজন করে দিয়েছিলেন। ফের তারা যখন দেখে ফেরত দেয় তখন দেখা যায় গহনার ওজন ১ গ্রাম কম। সন্দেহ হতেই দেখা হয় দোকানে থাকা সিসিটিভি ফুটেজ। তার তা চেক করতেই তাঁদের চুরি করার বিষয়টি ধরা পড়ে যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
