সংক্ষিপ্ত

সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওপরের দিকেই রইল তাপমাত্রার পারদ। 

সন্ধে থেকে ভোর অবদি রোজই অনুভূত হচ্ছে হিমেল বাতাসের তেজ। প্রত্যেক জেলাতেই সকালে দেখা যাচ্ছে কুয়াশার চাদর। কিন্তু, বেলা বাড়লে প্রায় রোজই দেখা যাচ্ছে কাঠফাটা রোদ্দুর। তাপমাত্রার খামখেয়ালি পেরিয়ে জাঁকিয়ে শীত কবে আসবে, তা জানতে হাপিত্যেশ করে আছে বাঙালি। কিন্তু, আবহাওয়া দফতর কী বলছে?

মৌসম ভবনের রিপোর্ট বলছে আজও অধিকাংশ জেলাতেই স্বাভাবিক রয়েছে তাপমাত্রা। বেশিরভাগ জেলাতেই আজ আকাশ থাকবে পরিষ্কার। মোটামুটি সমস্ত জেলাতেই আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় সোমবার অনেকটাই বেশি রয়েছে।

২৮ নভেম্বর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যে মাত্রা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস।

শৈলশহর দার্জিলিঙে গত কয়েকদিনের তুলনায় আজ কমে গেল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। শনিবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজও উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, জলপাইগুড়িতে পাওয়া যাবে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ।

বাঁকুড়া এবং বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে আজ আকাশে পরিষ্কার থাকবে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং সর্বোচ্চ হতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এই মাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।


আরও পড়ুন-
শুভেন্দুর গড়ে বিজেপির থেকে আলাদা হয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বাম, সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
প্রতিবাদের ভাষা শুধুই সাদা কাগজ অথবা দুটো খালি হাত, চিন দেশ জুড়ে শাসকের বিরুদ্ধে মুখর ছাত্রছাত্রীরা

নেপাল সীমান্তে এক বাংলাদেশির সাথে আটক এক নিউজিল্যান্ডের নাগরিকও, ভুয়ো আধার কার্ড নিয়েই ভারতে ঢুকেছিলেন তিনি